মাথায় হাত গ্রাহকদের, আর মিলবে না সুবিধা, নিয়মে বদল আনল Sony LIV

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে যেমন মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন, ইন্টারনেট সহ অন্যান্য সুবিধা ঠিক সেই সময় মানুষও টিভি ছেড়ে মজে উঠেছেন বিভিন্ন ওটিটি (OTT) প্ল্যাটফর্মে। ওটিটি প্লাটফর্ম এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মূলত বিভিন্ন ধরনের লাইভ টিভি থেকে শুরু করে ওয়েব সিরিজ ইত্যাদির জন্য। এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা নিজেদের ব্যবসা বাড়াচ্ছে ওটিটি প্লাটফর্মে। তবে এই ইতিমধ্যে Sony LIV তাদের অ্যাপে নিয়ে এলো বড় পরিবর্তন।

Advertisements

Sony LIV তাদের ওটিটি প্লাটফর্মে যে আমূল পরিবর্তন আনছে তা চলতি মাস অর্থাৎ আগস্ট থেকেই কার্যকর হয়ে যাবে। এতদিন এই প্লাটফর্মে যে সকল চেনা টিভি চ্যানেলগুলির লাইভ টেলিকাস্ট দেখা যেত সেই সকল ক্ষেত্রে আসবে বিরাট পরিবর্তন। মূলত বিভিন্ন চ্যানেলের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিচ্ছে এই জনপ্রিয় অ্যাপটি। একাধিক চ্যানেলের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়ার পাশাপাশি আর কি কি পরিবর্তন আসছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ দেখার পাশাপাশি Sony LIV অ্যাপের জনপ্রিয়তা রয়েছে মূলত সোনি টিভির লাইভ স্ট্রিমিং দেখার জন্য। কিন্তু আগামী ৩০ আগস্ট থেকে আর sony টিভির লাইভ স্ট্রিমিং দেখা যাবে না Sony LIV অ্যাপে। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে তাদের এই সিদ্ধান্ত তাদের সাবস্ক্রাইবার অর্থাৎ গ্রাহকদের বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে। এই সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হলেও ব্যক্তিগত প্রোগ্রাম এবং নির্বাচিত সিনেমাগুলি দেখা যাবে।

Advertisements

কোন কোন চ্যানেল বন্ধ করা হচ্ছে? এই বিষয়ে জানা গিয়েছে, সোনি পিকচার নেটওয়ার্কের অধীনে থাকা খেলা বিনোদন সহ ৩১ টির বেশি চ্যানেলের সম্প্রচার আর দেখানো হবে না Sony LIV অ্যাপে। এই সকল চ্যানেলে শতাধিক রিয়েলিটি শো, লাইভ টেলিকাস্ট করা হয়ে থাকে। এই সকল রিয়েলিটি শো এবং লাইভ টেলিকাস্টের গ্রাহক সংখ্যাও লক্ষ লক্ষ কোটি কোটি। ফলে সংস্থার তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়ায় এই সকল গ্রাহকরা চরম অসুবিধার সম্মুখীন হবেন।

যে সকল জনপ্রিয় চ্যানেলের সম্প্রচার বন্ধ হচ্ছে তার মধ্যে সবার উপরে রয়েছে সোনি টিভি, সাব টিভি, সোনি মারাঠি, সোনি ম্যাক্স, বিবিসি আর্থ ইত্যাদি। বিশেষজ্ঞ মহল দাবি করছে, দিন দিন ওটিটি প্লাটফর্মের চাহিদা বেড়ে যাওয়ার ফলে ডিটিএইচ পরিষেবার ক্ষেত্রে চাহিদা কমছে। যে কারণে বিভিন্ন সংস্থা লোকসানের মুখোমুখি হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতেই এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ব্যালেন্স করে তাদের ব্যবসা চালানো যায়।

Advertisements