সঙ্গীতা চৌধুরী : বাংলা চলচ্চিত্র জগতের একটি অতি পরিচিত মুখ সৌমিলি বিশ্বাস। আলো, সংগ্রাম, বাজিমাতের মতো একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। কিছুদিন আগে শেষ হওয়া ধারাবাহিক লোকনাথেও তিনি অতি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন, এছাড়া ডান্স বাংলা ডান্স শো’তে ডান্স গুরু বা মেন্টার হিসেবেও কাজ করেছেন সৌমিলি।
নিজের অভিনয় দক্ষতার দ্বারা জনমানসে ছাপ ফেলা এই অভিনেত্রীই বর্তমানে ক্ষোভে দুঃখে ছাড়লেন ধারাবাহিকের কাজ! বারংবার তার চরিত্র বদল করার জন্য নিজেই ধারাবাহিকের থেকে সরে আসেন তিনি!
ধারাবাহিকের নাম ‘গোধূলি আলাপ’। সম্প্রতি রিলিজ করেছে এই ধারাবাহিকের প্রোমো। যেখানে নায়কের চরিত্রে কৌশিক সেনকে দেখা যাচ্ছে। কুছ তো লোগ কহেঙ্গে হিন্দি ধারাবাহিকের মতো এই ধারাবাহিকেও মধ্য বয়স্ক এক ব্যক্তির সাথে অল্প বয়সী এক মেয়ের কেমিস্ট্রি তুলে ধরা হচ্ছে!
ধারাবাহিকের প্রোমো রিলিজ করার কিছুদিনের মধ্যেই রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান অভিনেত্রী! কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? নিছক হঠকারিতার বশেই কি ধারাবাহিক থেকে সরে এসেছিলেন তিনি?
এই প্রশ্নের উত্তরে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, প্রথমে তাকে কৌশিক সেনের প্রেমিকার চরিত্র দেওয়া হয়, বলা হয়েছিল এটি একটি খল চরিত্র। এর আগে কখনো খলচরিত্রে অভিনয় না করলেও নতুন কিছু দেখানোর সুযোগ পাবেন ভেবে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। এরপর তার চরিত্র চেঞ্জ করে বলা হয় অভিনেতা ভাস্বর চ্যাটার্জির বিপরীতে তাকে অভিনয় করতে হবে এবং এটিও খলচরিত্রের মতোই একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
এরপর ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়, সেখানে এক ঝলকের জন্য তাকে দেখতে পাওয়া যায় না। এরপর অভিনেত্রী এর কারণ জানতে চান প্রোডাকশন হাউসের কাছে। অভিনেত্রীর কথায়, “এর কারণ জানতে চাইলে প্রোডাকশন হাউস আমাকে জানায়, আমার রোল আবার বদল হয়েছে। ভাস্বর চট্টোপাধ্যায়ের বিধবা বোন হতে হবে। তাই নিজে থেকে সরে আসি আমি।”
অভিনেত্রী এরপর নিজের দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ তুলে বলেন, “কেরিয়ারে কোনদিনও কারোর সঙ্গে ঝামেলা হয়নি। কেন তার সাথে এমন করা হলো তিনি জানেন না।”