নিজস্ব প্রতিবেদন : এবার লোকসভা নির্বাচনে যে সকল প্রার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত প্রার্থী হলেন বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল (Sujata Mondal)। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই সৌমিত্র খাঁয়ের সঙ্গে তার বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সম্প্রতি বিচ্ছেদও হয়েছে। তবে সুজাতার সম্পত্তি (Sujata Mondal’s Property) সম্পত্তি তরতড়িয়ে বাড়তেও দেখা গিয়েছে।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি সুজাতা মন্ডল যে হলফনামা জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ২০১৮-১৯ থেকে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত তার বার্ষিক রোজগার ছিল যথাক্রমে ১ লক্ষ ৯০ হাজার ৯০০ টাকা, এক লক্ষ ১৬ হাজার ৯২০ টাকা, ১ লক্ষ ৩৩ হাজার ৬৯০ টাকা। তবে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই রোজগার বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। ওই দুই অর্থবর্ষে তিনি রোজগার করেছেন যথাক্রমে ৪ লক্ষ ৬৫ হাজার ৯৩০ টাকা এবং ৪ লক্ষ ৬৩ হাজার ৫৫০ টাকা।
এ-তো গেল সুজাতা মন্ডলের কেবলমাত্র গত কয়েক বছরের রোজগারের হিসাব। এখন যদি তার অস্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায়, তাহলে দেখা যাবে তার কাছে রয়েছে ২৬ লক্ষ ৫০ হাজার টাকার সোনার অলংকার। রয়েছে একটি স্কুটি এবং একটি চারচাকা গাড়ি। এছাড়াও ব্যাংক সহ বিভিন্ন খাতে তার বিনিয়োগ রয়েছে। আর এই সমস্ত হিসেব অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯১ লক্ষ ৯৪ হাজার ৭৫৩.৮২ টাকা।
অন্যদিকে সুজাতা মন্ডলের বিপুল পরিমাণ অস্থাবর সম্পত্তি থাকলেও তার কাছে ঠিক কত পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে সেই হিসেব পাওয়া যায়নি হলফনামা থেকে। কেননা স্থাবর সম্পত্তি সম্পর্কে তিনি হলফনামায় কিছু উল্লেখ করেননি। এছাড়াও লোন সংক্রান্ত কোনো তথ্য হলফনামায় উল্লেখ করেননি সুজাতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও যখন তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখনও তিনি এই সকল সংক্রান্ত কোনো তথ্য হলফনামায় জমা দেননি।
সুজাতা মন্ডলের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস হিসাবে তিনি যা জানিয়েছেন তা হলো শিক্ষকতা। তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে রোজগারের উৎস দেখিয়েছেন। অন্যদিকে তার বাংলা ভাষায় মাস্টার ডিগ্রী রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, এমনটাই উল্লেখ করেছেন হলফনামায়।