‘মুখ্যমন্ত্রী ভাঙচুরের নেত্রী’, CAA সমর্থনের মিছিল থেকে কটাক্ষ সৌমিত্র খাঁয়ের

অমরনাথ দত্ত : “মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, বলেন নোট বাতিল করতে দিবো না, মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ড করতে দিবো না, মুখ্যমন্ত্রী বাংলার ক্ষতি করার জন্য অনেক কিছু করেছেন।”

ঠিক এভাবেই রবিবার বীরভুমের বোলপুরে আয়োজিত নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বিজেপির মিছিল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ। তিনি মুখ্যমন্ত্রীকে ‘ভাঙচুরের নেত্রী’ বলে কটাক্ষ করেন।

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বোলপুরে আয়োজিত এই মিছিল শেষে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, বলেন নোট বাতিল করতে দিবো না, মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ড করতে দিবো না, মুখ্যমন্ত্রী বাংলার ক্ষতি করার জন্য অনেক কিছু করেছেন।মুখ্যমন্ত্রী তো নিজেই ২০০৫ সালের ৪ই আগষ্ট স্পিকারের কাছে এই এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী আইনকে ছিলেন। কিন্তু তিনি সেটা করতে পারেননি। কিন্তু ভারতীয় জনতা পার্টি করেছে। ২০১৫ সালে কংগ্রেসের মনমোহন সিং একই দাবি রেখেছিলেন। কিন্তু করতে পারেননি, আজ তা ভারতীয় জনতা পার্টি করেছে। প্রকাশ কারাত ২০১৫ সালে এর পক্ষে চিঠি দিয়েছিলেন, আজ ভারতীয় জনতা পার্টি করেছে। তাই মুখ্যমন্ত্রী কি বললেন তাতে দেশের কিছু এসে যায় না।”

এরপরেই তিনি প্রশ্ন করেন, “মুখ্যমন্ত্রীর সৃষ্ট একটা জিনিষের নাম বলুন? মুখ্যমন্ত্রীর সৃষ্ট কোন সংস্থানের নাম বলতে পারবেন? মুখ্যমন্ত্রী বলতে পারবেন কোন শিল্পাঞ্চল হয়েছে কিনা! মুখ্যমন্ত্রী বলতে পারবেন কোন হিন্দু-মুসলিম কারোর চাকরি ভালোভাবে হয়েছে কিনা! মুখ্যমন্ত্রী শুধু ভেঙে দেওয়ার জন্য তৈরি হয়েছেন, মুখ্যমন্ত্রীর জীবনটাই তৈরি হয়েছে শুধু ভাঙ্গার জন্য, গড়বার জন্য নয়।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার পাশাপাশি এদিন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনুব্রত বাবু, অনেক চেষ্টা করলেন মিছিল আটকানোর, লোকজন যেন আসতে না পারে। আপনার সহকর্মীদের (পুলিশ) দিয়ে এই মিছিলের পর অনেক কেস দেওয়ার চেষ্টা করবেন, কাউকে জেলে ঢোকাবার চেষ্টা করবেন। কিন্তু অনুব্রত বাবু, একটা কথাই বলি, রাজনীতি সারা জীবন একই রকম থাকে না, এটা মাথায় রেখে কাজ করবেন।”

প্রসঙ্গত, বোলপুর শহরের রবিবার দুপুরে সিএএ’র সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় বীরভূম বিজেপির তরফ থেকে। বোলপুর বাঁধগড়া বাইপাস লােকসভা পার্টি অফিসের সামনে থেকে এই মিছিল বের করে বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও রাজ্যের আরও কয়েকজন নেতা।