নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের কষ্ট বাঙালিরা বুঝবেন না তো কে আর বুঝবেন! ঠিক এমনটা বুঝেই এবার দারুণ পদক্ষেপ নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাংলায় বাড়বে কর্মসংস্থানের সুযোগ তা নিয়ে কোন সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরকার থেকে আপামর নাগরিকরা।
কর্মসংস্থানের মূল উৎস হলো শিল্প। আর সেই শিল্পের সন্ধানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এখন রয়েছেন বিদেশ সফরে। স্পেনে আয়োজিত বাণিজ্য সম্মেলনে তিনি বক্তব্য রাখেন এবং পশ্চিমবঙ্গ শিল্পের জন্য কতটা উপযোগী তা তুলে ধরেন। এদিনের এই বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলা তথা ভারতের অন্যতম আইকন সৌরভ গাঙ্গুলী। আর সেখানেই তাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ঘোষণা করতে দেখা যায়।
স্পেনে আয়োজিত বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার আগে সৌরভ গাঙ্গুলী জানান, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন তিনি। তিনি এই ঘোষণার পাশাপাশি জানিয়েছেন, অনেকেই জানেন তিনি কেবলমাত্র খেলাধুলার সঙ্গেই যুক্ত। কিন্তু তা নয়। ২০০৭ সালে তিনি প্রথম রাজ্যে একটি ইস্পাত কারখানা তৈরি করেছিলেন। তারপর রাজ্যের বাইরে তৈরি হয় দ্বিতীয় ইস্পাত কারখানা এবং আগামী পাঁচ- ছয় মাসের মধ্যেই তৃতীয় ইস্পাত কারখানা তৈরি হবে ফের বাংলাতেই।
সৌরভ গাঙ্গুলীর নতুন ইস্পাত কারখানা তৈরীর কাজ শুরু হবে মেদিনীপুরে। নতুন এই ইস্পাত কারখানা তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতার জন্য তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সৌরভ গাঙ্গুলীর যে ইস্পাত কারখানাগুলি রয়েছে তার মধ্যে একটি রয়েছে দুর্গাপুরে এবং অন্য একটি রয়েছে বিহারের পাটনায়। এবার মেদিনীপুরে তৃতীয় কারখানাটি তৈরি হলে স্বাভাবিকভাবেই মেদিনীপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
সৌরভ গাঙ্গুলী নিজে একজন খেলোয়াড় এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলেও তার পরিবার বরাবর ব্যবসার সঙ্গে যুক্ত বলেই দাবি করেছেন। তার ঠাকুরদা ছোট্ট একটি ব্যবসা শুরু করেছিলেন এবং সেই ব্যবসা এখন তারা আস্তে আস্তে বড় রূপ দিচ্ছেন। তাদের যে সকল ব্যবসা রয়েছে সেই সকল ব্যবসার সঙ্গে বহু মানুষ যুক্ত এবং তারা কর্মসংস্থানের সন্ধান পেয়েছেন বলেই জানা যাচ্ছে।