মোদির ব্রিগেডেই কি বিজেপিতে যোগ! রাজনৈতিক কেরিয়ার নিয়ে মুখ খুললেন মহারাজ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মহারাজের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা আজকের নতুন নয়। দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে এই জল্পনা। আর মঙ্গলবার এই জল্পনাকে আরও একটু উস্কে দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। মঙ্গলবার ব্রিগেড সমাবেশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, “উনি এখন বিশ্রামে আছেন। তবে ওয়ার্ম আপের জন্য নেট প্র্যাকটিসে এলেও আসতে পারেন।”

Advertisements

Advertisements

আর শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের পর মঙ্গলবার দিনভর মহারাজকে নিয়ে জল্পনা চলে। এমনকি একটি বেসরকারি টিভি সংবাদমাধ্যমে এটাও দাবি করা হয়, মোদির ব্রিগেড সমাবেশেই সৌরভ গাঙ্গুলী বিজেপিতে যোগ দিতে চলেছেন। আর এবার সেই জল্পনা নিয়েই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী তা খোলাসা করেন।

Advertisements

সর্বভারতীয় ওই টিভি চ্যানেলকে দেওয়া সৌরভ গাঙ্গুলী তা রাজনৈতিক কেরিয়ার নিয়ে জানান, “সম্পূর্ণ ভুল। এইরকম কোন সম্ভাবনা নেই।” তবে এর থেকে বেশী আর কিছু সৌরভ গঙ্গোপাধ্যায় বলতে চাননি ওই সংবাদমাধ্যমকে বলেই ওই সংবাদমাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে।

বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছিল সেই দাবিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ভুল খবর বলে জানিয়ে দেওয়ার পাশাপাশি প্রশ্ন ওঠে তিনি কি ৭ মার্চ মোদীর ব্রিগেডের সমাবেশ যাবেন? এই প্রশ্নের উত্তরে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ গাঙ্গুলীর দাদা জানান, “ব্রিগেডের সমাবেশেও যাচ্ছে না সৌরভ।”

[aaroporuntag]
প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বিধানসভা নির্বাচনের আগে প্রথম থেকেই এটি জল্পনা তৈরি হয়েছিল তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে বলে। এমনকি এর আগেও বারংবার এমন জল্পনা উঠতে দেখা যায় বঙ্গ রাজনীতিতে। তবে প্রতি ক্ষেত্রেই সেই জল্পনার অবসান ঘটাতে দেখা গিয়েছে স্বয়ং মহারাজ অথবা তার পরিবারের সদস্যদের।

Advertisements