নিজস্ব প্রতিবেদন : অতিরিক্ত কাজের চাপে দিন কয়েক ধরে ঠিকঠাক ঘুম নেই। এরপর শনিবার জিম করার সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন। প্রথমে তেমনটা গুরুত্ব না দিলেও কিছু সময়ের মধ্যেই বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে দাদাকে ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। জানা যায় সৌরভের বুকে ব্লকেজ রয়েছে।
মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যাথল্যাবে প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং বসানো হয়েছে স্টেন্ট। আর এই খবর ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েন দাদার অনুরাগীরা। দ্রুত সুস্থতা কামনায় টুইট করেন ক্রিকেট জগতের তারকারা, সুস্থতা কামনায় আইসিসি। টুইট করে দ্রুত সুস্থ কামনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফোনে দাদার শারীরিক পরিস্থিতির খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
হঠাৎ এই ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থ হওয়ার পর হার্টের ব্লকেজের বিষয়ে জানা গেলেও প্রথমে জানা যায়নি ঠিক কয়টি ব্লকেজ রয়েছে। পরে হাসপাতাল এবং পরিবার সূত্রে জানা যায়, দাদার হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গেছে। একটি ব্লকেজ সারাতে ইতিমধ্যেই স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। বাইপাস করা হবে কি না সে বিষয়ে কথা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী দাদা স্থিতিশীল। তাঁকে বর্তমানে আইসিইউ বেডে রাখা হয়েছে।