মৌসুমী অক্ষরেখার দাপট, বৃষ্টিতে ভাসবে দক্ষিণের ৪, উত্তরের ৩ জেলা

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলার আকাশ মেঘে ঢাকা। কলকাতায় ভোর থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি (Rain)। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কমলেও ভ্যাপসা গরম বজায় রয়েছে। এমন পরিস্থিতিতে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তার আপডেট দিল হাওয়া অফিস (Weather Office)। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলা বৃষ্টিতে ভাসবে তার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তিনটি জেলায়। উত্তরবঙ্গের তিনটি জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের চার জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও মেঘে ঢাকা থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। মূলত মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে এমন বৃষ্টির সম্ভাবনা ও পরিস্থিতি তৈরি হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা বিহার, সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পাটনা, দেওঘর হয়ে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর কারণেই শুক্রবারের পাশাপাশি শনিবার উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি শনিবারও এই তিন জেলার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। শনিবারের পর রবিবার এই তিন জেলায় বৃষ্টির পরিমাণ কমবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বাকি পার্বত্য এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এই সকল জেলার মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যে চারটি জেলা হলো বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান। তবে অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।