Sikkim opened for Tourists: বানচাল হচ্ছে না সিকিম ভ্রমণ, প্রশাসনের তরফে খুলে দেওয়া হচ্ছে এই দুই জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Finally, South and West Sikkim are opening for tourists: ১৪২ জন নিখোঁজ পর্যটকের জন্য এখনও উদ্ধার কাজ চলছে। হড়পা বানে সাত সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সিকিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, চুংথাং বাঁধ ভেঙে পড়ার জন্যই এই বিপর্যয় ঘটেছে। মনে করা হচ্ছে নিম্নমানের কাজের জন্যই এই বিপর্যয় ঘটেছে সিকিমে। ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে এবং পর্যটকরাও শিখিনি প্রবেশের অনুভূতি পাবে এমনটাই আশা করা যাচ্ছে (Sikkim opened for Tourists)।

Advertisements

সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী এই বিপত্তির জন্য অতীতের সরকার সিকিম ডেমক্রেটিক ফ্রন্ট-কেই দায়ী করেছেন। তিনি মন্তব্য করেছেন এই বাঁধ সঠিকভাবে নির্মাণ করা হয়নি যার ফলে এই বিপত্তি দেখা দিয়েছে। বাঁধ কমজোর হওয়াতে জল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দুই চার জনের অপদার্থতাকেই দায়ী করেছেন তিনি। সংশ্লিষ্ট সিকিম প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি কমিটি গঠন করার। আর এই কমিটিই পরবর্তী সিদ্ধান্ত নেবে। ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে।

Advertisements

এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে অবশ্য সিকিমের পরিস্থিতি নিয়ে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। সিকিম এবং উত্তরবঙ্গে ঝুঁকি নিয়েই কাজ করে চলেছে NDRF টিম। সিকিমের এই পরিস্থিতি দেখে এবং পুজোর আগে তিস্তার রুদ্ররূপে রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। হাতেগোনা গোটা কয়েকদিন বাদে আরম্ভ হচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। অনেকেই এই সময় সিকিমে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু, প্রকৃতির রুদ্র রূপে রীতিমতো নাজেহাল অবস্থা পর্যটকদের। কিন্তু দক্ষিণ এবং পশ্চিম সিকিমে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে (Sikkim opened for Tourists)।

Advertisements

সিকিম প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আটকে পড়া পর্যটকদের সমস্ত ধরনের সাহায্য করা হবে। সিকিমের পাশাপাশি জলপাইগুড়ি থেকেও উদ্ধার করা হচ্ছে পর্যটকদের। আশঙ্কার মধ্যেও কিছুটা আশার কথা, নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশেই কম। ফলে উদ্ধারকাজে অনেকটাই সুবিধা হতে চলেছে। আশা করা যাচ্ছে সিকিমে আবারও প্রবেশ করতে পারবেন পর্যটকরা (Sikkim opened for Tourists)।

সিকিম প্রশাসনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বিপর্যস্ত সিকিমের অবস্থা বদল ঘটানোর। সিকিমে এরই মধ্যে শুরু হয়ে গেছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য। সিকিম সরকারের তরফ থেকে আবার হয়তো আশার আলো দেখা দিতে পারে। পর্যটকদের জন্য খোলা হবে দক্ষিণ ও পশ্চিম সিকিম (Sikkim opened for Tourists)। শুক্রবার সিকিম সরকারের তরফে একটি বিবৃতি এটা বলা হয়েছে। এক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং হয়ে পর্যটকদের সিকিম যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে উত্তর সিকিম স্বাভাবিক অবস্থায় আসতে এখনো অনেকটাই সময় লাগবে।

Advertisements