হুটহাট করে বদলে যাচ্ছে আবহাওয়া! বড়দিন কেমন থাকবে জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও আচমকা তাতে বদল এসেছে। গত বৃহস্পতিবার থেকেই মোটামুটি ভাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। শনিবার আমূল পরিবর্তন আসতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে। সর্বনিম্ন তাপমাত্রার (Minimum Temperature) পারদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আকাশ মেঘে ঢাকা পড়ছে।

শনিবার সকাল বেলায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলার আকাশ মেঘে ঢাকা পড়তে শুরু করেছে। আকাশ মেঘে ঢাকা পড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই বাড়ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিন কেমন কাটবে তা নিয়ে আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে আপামর বাঙালির মনে। এই নিয়েই এবার হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হল কেমন থাকবে বড়দিন।

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে আবহাওয়া এমন আমুল বদল লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের কারণেই আচমকা তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবার এই পরিস্থিতির কারণেই দক্ষিণবঙ্গে উত্তুরে কনকনে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই থাকবে।

আরও পড়ুন 👉 আচমকা বদলে যাবে আবহাওয়া! বড়দিনে থাকবে না সেই শীতের সুখ

হাওয়া অফিসের এমন পূর্বাভাস থেকে স্পষ্ট, এবার বড়দিনে আর কনকনে শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতায়। অন্যান্য বছরের তুলনায় অনেকটাই উষ্ণ বড়দিন হতে চলেছে এবারের ২৫ ডিসেম্বর। যে কারণে পার্ক স্ট্রিট, বো ব্যারাক আলোর রসনায় সেজে উঠলেও অন্যান্য বছরের মতো ২৫শে ডিসেম্বর শীতের আমেজে পালনের আনন্দ মিলবে না এমনটা ভেবেই মন খারাপ অনেকের।

এখনো পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস থেকে যা জানা যাচ্ছে তাতে, ২৫ ডিসেম্বর অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কম থাকবে। ২৫ ডিসেম্বর পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে।