নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসের ৬ তারিখ এসে গেলেও দক্ষিণবঙ্গে (South Bengal) কিন্তু শীতের (Winter) দেখা মিলছে না। মাঝে একটা সময় তাপমাত্রার পারদ নামতে দেখা গেলেও পরবর্তীতে প্রতিকূল পরিস্থিতির জন্য বেড়ে যায় তাপমাত্রা। ডিসেম্বর মাসে এই বছর যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ তা সচরাচর দেখা যায় না বললেই চলে। এমন পরিস্থিতির পিছনে মূল কারণ হল উত্তুরে হওয়া প্রবেশে বাধা পাওয়া। বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে এমন পরিস্থিতি থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছেন বলেই জানা যাচ্ছে বিভিন্ন হাওয়া অফিস সূত্রে। আর দিন পাঁচেকের অপেক্ষার পরই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ হু হু করে নামতে শুরু করবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ একধাক্কায় পাঁচ থেকে সাত ডিগ্রি পতন ঘুরতে দেখা যাবে বলে পূর্বাভাসে জানানো হচ্ছে। হাওয়া অফিসের এই পূর্বাভাস শীতবিলাসীদের জন্য সুখবর।
বর্তমানে বঙ্গোপসাগর থেকে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে তান্ডব দেখালেও তার পরোক্ষ প্রভাব এসে পড়েছে দক্ষিণবঙ্গে। পরোক্ষভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা পড়েছে আর বৃষ্টিতে ভিজছে। এই পরিস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেড়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ কমেছে। দিন পাঁচেক পরই দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ হুস করে নেমে যাবে।
হাওয়া অফিসের তরফ থেকে মনে করা হচ্ছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। তাপমাত্রার পারদ এক ধাক্কায় এতটাই নেমে যাবে যে ঠকঠক করে কাঁপতে শুরু করবে দক্ষিণবঙ্গ। তবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যদি ফের কোন প্রতিকূল পরিস্থিতি তৈরি না হয়। এক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে কোন কোন জেলায় তাপমাত্রার পতনের পূর্বাভাস দেওয়া হচ্ছে চলুন দেখে নেওয়া যাক।
পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পারদ আগামী শুক্রবার থেকেই ৬ থেকে ৭ ডিগ্রি কমতে শুরু করবে। বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা এখন যেখানে ১৯ ডিগ্রি তা কমে দাঁড়াবে ১৩ অথবা ১২° তে। একইভাবে তাপমাত্রার পতন দেখা যাবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতেও। তবে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পারদের পতন বড় মাপের দেখা গেলেও কলকাতার ক্ষেত্রে তেমনটা দেখা যাবে না। কলকাতায় ওই সময় সর্বনিম্ন তাপমাত্রার পারদের পতন হতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। এখন যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি, সেই জায়গায় আগামী শুক্রবার তা নেমে দাঁড়াতে পারে বড়জোর ১৭ ডিগ্রিতে।