পুজোয় রেইনকোট, না নতুন পোশাক, অবশেষে বার্তা দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর আগে ঘনঘন নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে নামিয়েছে টানা বৃষ্টি। পুজোর আগে এই টানা বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থায় পড়তে হয়েছিল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষদের। কেনাকাটা থেকে শুরু করে ব্যবসা সবই যেন লাটে উঠতে শুরু করেছিল। তবে শেষমেশ এখন স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গ, স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গেও।

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ অথবা দক্ষিণবঙ্গ কোন জায়গাতেই সেই ভাবে বৃষ্টি না হওয়ার কারণে পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। তবে এসবের মধ্যেই গত কয়েক দিন ধরে আশঙ্কা বাড়ছিল পুজোয় বৃষ্টি নিয়ে। হাওয়া অফিসের তরফ থেকেও বিষয়টি নিয়ে খোলসা করে কিছু জানানো হয়নি। শেষমেষ এখন জানিয়ে দেওয়া হলো পুজোয় কেমন থাকবে আবহাওয়া। পুজোয় কি রেইনকোট পরে বেরোতে হবে, নাকি নতুন জামা কাপড় পরে বেরোনোর সুযোগ পাবেন চলুন দেখে নেওয়া যাক।

বৃহস্পতিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দুর্গাপুজোর আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে তাতে রীতিমতো স্বস্তি ফিরেছে বাঙ্গালীদের মধ্যে। কেননা হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া বজায় থাকবে। আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গ শুষ্ক অবস্থাতেই কাটাবে। শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এক দু’দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। ধীরে ধীরে আকাশে বাতাসে থাকা জলীয়বাষ্পের পরিমাণ কমে যাবে। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে ধীরে ধীরে তাপমাত্রার পারদও কমতে শুরু করবে। আগামী কয়েক দিন তাপমাত্রার তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা না গেলেও ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে।

অন্যদিকে শনিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। ঐদিন আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পুজোর আগে যেমন মনোরম আবহাওয়া বজায় রয়েছে ঠিক সেই রকমই দুর্গাপুজোর সময়ও মনোরম আবহাওয়া থাকবে বলেই আশা করা হচ্ছে।