South Bengal Weather Forecast: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে উত্তুরে হাওয়া। যার ফলে পারদ নেমে গেছে অনেকটাই। দক্ষিণবঙ্গ থেকে এত সহজে বিদায় নিচ্ছে না শীত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এবছরের মত শেষ ইনিংস চলছে শীতের। এরপরেই তাপমাত্রা বাড়বে অনেকটা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে শীতের পাশাপাশি কুয়াশার প্রাদুর্ভাব এবং ঘন কুয়াশায় নেমেছে দৃশ্যমানতা।
দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে উত্তুরে হওয়ার দাপট (South Bengal Weather Forecast)। তবে আপাতত রাজ্যে বৃষ্টির কোনরকম সম্ভাবনা নেই। আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলার তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নেমেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ রাজ্যের পশ্চিমে জেলাগুলোতে যদিও তাপমাত্রা নেমে যাবে দশ ডিগ্রি সেলসিয়াস এরও নীচে। পুরুলিয়া, বাঁকুড়া সহ রাজ্যের পশ্চিমের জেলাগুলি হাড়ে হাড়ে টের পাবে মাঘের শীত কিভাবে বাঘের গায়ে লাগে। এছাড়া বাকি জেলাগুলিতেও শীতের আমেজ বজায় থাকবে আরো কিছুদিন।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই লক্ষ্য করা যাবে কুয়াশার প্রাদুর্ভাব। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত থাকবে এমনি আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার সহ বেশ কিছু জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে এসেছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই পারদ এখন নিম্নমুখী। জাঁকিয়ে ঠান্ডা পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে।
আরও পড়ুন:Elephant in Birbhum: সকাল সকাল জেলায় গজরাজ, এখন কোথায় দেখে নিন
পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া। যার ফলে তাপমাত্রা কয়েক দিন ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু সেই সব বাধা কাটিয়ে দক্ষিণ থেকে উত্তরে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Forecast) মাঘ মাসে শুরুর দিকে এই শীতের ইনিংস আগামী কয়েকদিন বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার (South Bengal Weather Forecast) দিঘা-সহ সব জায়গাতেই বিরাজ করবে শীত। শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে উত্তুরে হাওয়া। দিঘা-সহ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। দিঘা সহ পূর্ব মেদিনীপুরে রবিবার পর্যন্ত কনকনে ঠান্ডার আমেজ থাকবে।