Advertisements

Rain Update South Bengal: দক্ষিণবঙ্গে বাসিন্দাদের জন্য সুখবর, হবে জল থৈ থৈ পরিস্থিতি, ভাসবে কোন কোন জেলা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অবশেষে দক্ষিণবঙ্গের বাসিন্দারা হাওয়া অফিসের তরফ থেকে একটি সুখবর পেলেন। আর সেই সুখবর হলো বৃষ্টি (Rain Update South Bengal)। ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে টানা সাত দিন দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর এসবের ফলে কলকাতা সহ বেশ কিছু জেলায় জল থৈ থৈ পরিস্থিতি তৈরি হতে পারে।

Advertisements

চলতি বছর দেশের মূল ভূখণ্ডে সময়ের অনেকটা আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হয়। ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে প্রবেশ করার পাশাপাশি উত্তরবঙ্গেও সময়ের আগে প্রবেশ করে। আর তারপর থেকেই রীতিমতো ভাসছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা, কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা ঠিক উল্টো। সেইভাবে বৃষ্টি না হওয়াই দক্ষিণবঙ্গ জুড়ে এখন বৃষ্টির আকাল চলছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। এছাড়াও একাধিক সক্রিয় মৌসুমী অক্ষরেখা থাকার কারণে টানা সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Scrub Typhus Panic In Birbhum: ডেঙ্গু নয়, বীরভূমে হু হু করে বাড়ছে স্ক্রাব টাইফাস, আক্রান্তের সংখ্যা অনেক

ঘূর্ণাবর্ত্য ছাড়াও সক্রিয় যে সকল মৌসুমী অক্ষরেখা রয়েছে তার মধ্যে একটি বাংলার উপর দিয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, রোহতাক, দিল্লি, আগ্রা, চুর্ক, আসানসোল, ক্যানিং হয়ে দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর ফলেই শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ওয়াইড স্প্রেইড রেইন হবে বলে জানানো হয়েছে। রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেলেও সোমবার থেকে ফের ওয়াইড স্প্রেইড রেইন শুরু হবে।

এমন পরিস্থিতির ফলে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির দেখা মিলতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করেছে হাওয়া অফিস। কেননা ৪০ থেকে ৫০ কিলোমিটার আবার কখনো কখনো ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।

Advertisements