Weather Report South Bengal: রেডি রাখুন গ্লুকোন-ডি, আজ থেকেই আবহাওয়ায় বড় বদল! টেকা দায় দক্ষিণবঙ্গে, মিলল মেগা আপডেট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা ১৫-২০ দিনের অস্বস্তির পর স্বস্তি ফিরে ছিল দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে সেই স্বস্তির মেয়াদ এবার শেষ হতেই বাড়তে শুরু করেছে অস্বস্তি। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কতটা বদল এলো তা হাড়ে হাড়ে টের পাবেন বাসিন্দারা। এই বিষয়েই আবহাওয়ার তরফ থেকে এবার একটি মেগা আপডেট (Weather Report South Bengal) নিয়ে হাজির।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গবাসীদের এবার গ্লুকোন-ডি নিয়ে ঘুরে বেড়াতে হবে। কেননা গরমের পাশাপাশি এবার আদ্রতা বেশি থাকার কারণে অসহ্য পরিস্থিতি তৈরি হবে আর চরম ঘাম ঝরবে। আলিপুর হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে ৩ থেকে ৫ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে সোমবার সমুদ্র তীরবর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে সেই বৃষ্টি দেখা না মেলার কারণে রাত থেকেই অসহ্য গরম অনুভূত হতে শুরু করে। মঙ্গলবারও হাওয়া অফিসের তরফ থেকে সমুদ্র তীরবর্তী জেলাগুলি যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisements

আরও পড়ুন ? Traveling to Thailand: সহজ হয়ে গেল থ্যইল্যান্ড ভ্রমণ, এবার খরচও বাঁচবে, ঝামেলাও থাকবে না

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টির সম্ভাবনা না থাকার কারণে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে এবং বাতাসে যেহেতু জলীয়বাষ্প রয়েছে তাই আদ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এর পাশাপাশি সব জেলাতেই তাপমাত্রার পারদ বাড়তে থাকবে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের অনুমান অনুযায়ী কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫° পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা ফের ৪০° ছুঁয়ে যাবে। এছাড়াও পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা আবার ৪৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয়ে যেতে পারে ৪২ ডিগ্রি।

Advertisements