South Bengal Weather Update: ফের নামল তাপমাত্রা, আর কতদিন থাকবে এই হালকা শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদন : বসন্ত এসে গেলেও এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে বিদায় নেয়নি শীত (Winter)। একাধিকবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather Update) থেকে শীতের বিদায় বিদায় ঘন্টা বেজে গেলেও হালকা শীতের আমেজ বজায় রয়েছেই। এমন পরিস্থিতিতে আর কতদিন এই হালকা শীতের আমেজ বজায় থাকবে জানালো হাওয়া অফিস (IMD)।

গত বুধবার থেকে নতুন করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ সামান্য কমে যাওয়ার কারণে রাত ও ভোরের দিকে শিরশিরানি ভাব এখনো বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এমন শিরশিরানি ভাব ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই নতুন করে তাপমাত্রার পারদ নেমেছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন স্বাভাবিক। অন্যদিকে শান্তিনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। একইভাবে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি থাকলেও তা স্বাভাবিকের তুলনায় ২° নিচে রয়েছে।

আরও পড়ুন 👉 Digha Jagannath Temple: মূর্তি তৈরি, এবার দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পালা, কবে জানুন

অন্যদিকে এদিন পূর্ব মেদিনীপুরের দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রী থাকার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইভাবে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রামে। তবে এই সকল জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে। অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে আগামী পাঁচ দিন আবহাওয়ায় তেমন কোন পরিবর্তন আসবে না বলেই জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য।

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের মেজাজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। রাত এবং সকালের দিকে শিরশিরানি ভাব আরও পাঁচ দিন টের পাবেন পশ্চিমের বাসিন্দারা। তবে এরই সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী হবে বলেও জানানো হয়েছে।