নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। মহালয়ার পর থেকেই রীতিমত কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। অন্যান্য জায়গার মানুষেরাও অপেক্ষা করছে পুজোর আমেজে ভেসে যাওয়ার। তবে এরই মধ্যে আবহাওয়ার খবর (Weather Update) সামনে আসলেই মাথা বিগড়ে যাচ্ছে আমজনতার। বারবার প্রশ্ন উঠছে পুজোর সময় দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে যা জানা যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এমনকি আরব সাগরে যে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এমন পরিস্থিতিতে দুর্গাপুজোর সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।
সাগরে তৈরি হওয়া এই জোড়া ঘূর্ণাবর্ত এবং তা থেকে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তা সম্পর্কে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এগিয়ে যাবে তামিলনাড়ু ও কর্নাটকের দিকে। যে কারণে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। অন্যদিকে আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার প্রভাব বাংলায় পড়বেই না।
মূলত আলিপুর হাওয়া অফিসের এই পূর্বাভাসের ফলে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বাসিন্দাদের মধ্যে। এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ মনোরম থাকবে। এখনো পর্যন্ত যা সম্ভাবনা রয়েছে তাতে নবমী এবং দশমীর দিন উপকূলবর্তী এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সুতরাং হইহুল্লোড়ের মধ্যেই বাংলার মানুষ দুর্গাপুজো কাটাতে পারবেন।
এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাবে জলীয়বাষ্প। বর্তমানে অদ্রতাজনিত অস্বস্তি থাকলেও তা খুব তাড়াতাড়ি কমে যাবে। মেঘ মুক্ত আকাশ এবং রোদ ঝলমলে দিনের মধ্য দিয়েই এবারের পুজো চারদিন কেটে যাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।