নিজস্ব প্রতিবেদন : গত শনিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়ায় আমূল পরিবর্তন এসেছে। মার্চ মাসের মাঝামাঝি সময় আসতেই গত শনিবার প্রথম কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হয়েছে দক্ষিণবঙ্গ। এরই মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য দফায় দফায় দুর্যোগের সর্তকতা জারি করা হলো, হাওয়া অফিসের (IMD) তরফ থেকে জারি করা হয়েছে হলুদ ও কমলা সর্তকতা।
সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা মেঘে ঢাকা পড়েছে আর সঙ্গে তৈরি হয়েছে গুমোট গরম (Weather Update South Bengal)। মূলত বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে আর সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।
হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল জেলাগুলির জন্য হাওয়া অফিসে তরফ থেকে সোমবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
সোমবারের পর মঙ্গলবার বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। মঙ্গলবার মূলত কমলা সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে। শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এই সকল জেলায় মঙ্গলবার ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনার পাশাপাশি হাওড়া ও হুগলিতেও ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এবং সে ক্ষেত্রে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
২০ মার্চ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঐদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে ২১ মার্চ বৃহস্পতিবার ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ঐদিনও দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবারের জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।