সুখবর, ১৫ নভেম্বর থেকে এই রুটে চলবে ১৪৬টি লোকাল ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রায় ৬ মাস পর অক্টোবর মাসের ৩১ তারিখ থেকে রাজ্যে পুনরায় লোকাল ট্রেনের (Local Train) চাকা গড়াতে শুরু করে। প্রথম ধাপে রেলের তরফ থেকে রাজ্য সরকারের নির্দেশ মতো ৫০% যাত্রীদের নিয়ে পুনরায় পথ চলা শুরু করে। পাশাপাশি প্রথমেই রেল (Indian Railway) ১০০% ট্রেন চালু করার পক্ষে হাঁটেনি। ধাপে ধাপে সমস্ত ট্রেন চালু করার পথ বেছে নেয় তারা।

Advertisements

অন্যদিকে লোকাল ট্রেন চালু হওয়ার পরেই যেমন সাধারণ যাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেন, ঠিক তেমনি লোকাল ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে পরিকল্পনামতো ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সম্প্রতি দক্ষিণ-পূর্ব (South Eastern Railway) রেলের তরফ থেকে আগামী ১৫ নভেম্বর থেকে ১৪৬টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৩১ অক্টোবর ৪৮টি লোকাল ট্রেন নিয়ে পুনরায় পথ চলা শুরু হয়। পরে ৮ নভেম্বর এই ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৪। আগামী ১৫ নভেম্বর থেকে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ১৪৬। ১৫ নভেম্বর থেকে আপ ও ডাউন লাইনে যথাক্রমে ৭২ ও ৭৪টি লোকাল ট্রেন চলবে।

Advertisements

দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে হাওড়া মেদিনীপুর আপ ও ডাউনে লাইনে যথাক্রমে ১৫ ও ১৪ লোকাল ট্রেন, হাওড়া পাঁশকুড়া আপ ও ডাউন লাইনে ১৯ ও ২০ লোকাল ট্রেন, সাঁতরাগাছি আপ ও ডাউনে ২ ও ২, হাওড়া আমতা আপ ও ডাউন লাইনে ৭ ও ২০, হাওড়া হলদিয়ায় আপ ও ডাউন লাইনে ৩ ও ৪টি ট্রেন চলবে।

করোনাকালে দীর্ঘ ছয় মাস পর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার পরে পরেই যাত্রীদের মধ্যে লোকাল ট্রেন নিয়ে চাহিদা বাড়তে শুরু করে। এর ফলে দিন দিন লোকাল ট্রেনে ভিড় বাড়ছিল। এমন পরিস্থিতিতে এই রুটে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি সাধারণ যাত্রীরা।

Advertisements