সন্তানের জন্ম দিলেই মা পাবেন সাড়ে ৬ লক্ষ টাকা! বড় ঘোষণা এই দেশের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশগুলিতে জনসংখ্যা (Population) প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের এই সকল দেশের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার ভারত (India), পাকিস্তান (Pakistan) ইত্যাদি। এই সকল দেশগুলি জনসংখ্যা বৃদ্ধির কারণে রীতিমতো ঝামেলায় পড়ছে। এমনকি এই সকল দেশকে জনসংখ্যা যাতে কমানো হয় তার জন্য পরিকল্পনা গ্রহণ করতে দেখা যাচ্ছে।

Advertisements

প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার মতো দেশ যেমন বিশ্বে রয়েছে ঠিক সেইরকমই এমন কিছু দেশ রয়েছে যাদের জনসংখ্যা রীতিমতো সংকটে পড়েছে। সেই সকল দেশগুলির জনসংখ্যা প্রতিনিয়ত কমতে দেখা যাচ্ছে এবং জনসংখ্যা এইভাবে কমতে থাকার ফলে তারা সমস্যার সম্মুখীন। এই পরিস্থিতিতে দেশের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য একটি দেশ আর্থিক পুরস্কারের ঘোষণা করল।

Advertisements

জনসংখ্যা হ্রাস পাওয়া নিয়ে সমস্যায় যে সকল দেশ রয়েছে তাদের মধ্যে একটি হল জাপান (Japan) এবং আরেকটি হলো দক্ষিণ কোরিয়া (south korea)। এছাড়াও এই তালিকায় রয়েছে ফ্রান্সের (france) মতো দেশও। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া তাদের দেশের জনসংখ্যার হ্রাস কমাতে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। সেই আর্থিক প্যাকেজ অনুযায়ী সন্তানের জন্ম দিলেই মায়েদের ১.২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ২০২২ সাল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisements

মায়েদের বাচ্চার জন্ম দেওয়ার পর ১.২ লক্ষ টাকা প্রদানের পাশাপাশি বাচ্চা লালন পালনের জন্য প্রতি মাসে টাকা দেওয়া হচ্ছে। বাচ্চা লালন পালনের জন্য প্রথম বছর প্রতি মাসে দেওয়া হচ্ছে ৪৩ হাজার ৩৩৭ টাকা। পরবর্তী বছরের জন্য প্রতি মাসে দেওয়া হচ্ছে ২১ হাজার ৬০০ টাকা। ২০২৪ সালে আবার এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে।

২০২৪ সাল থেকে এই টাকার পরিমাণ বৃদ্ধি হয়ে প্রথম বছরের জন্য হবে প্রতি মাসে ৬১ হাজার ৯৬৮ টাকা এবং দ্বিতীয় বছরের জন্য হবে প্রতি মাসে ৩০ হাজার ৯৪৩ টাকা। এছাড়াও দুঃস্থ পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তাদের সন্তানের প্রাথমিক স্কুল পড়া শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে দেওয়া হচ্ছে ১২ হাজার ৩৯৩ টাকা।

সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মা ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পাশাপাশি প্রথম বছরের সন্তানের জন্য যে টাকা দেওয়া হয় সেই হিসাব করলে দাঁড়ায় সাড়ে ৬ লক্ষ টাকা। আবার যদি দ্বিতীয় বছরের টাকা যোগ করা হয় তাহলে এই টাকার পরিমাণ দাঁড়ায় ৮ লক্ষ ৯৯ হাজার টাকা। এছাড়াও দক্ষিণ কোরিয়া সরকারের তরফ থেকে সন্তানদের জন্য প্রায় ৩১ লক্ষ টাকার প্রকল্প রাখা হয়েছে।

Advertisements