নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পৌরহিত্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো নিয়ে এই বছর বিতর্কের শেষ নেই। বুর্জ খালিফার আদলে তৈরি এই পুজো প্যান্ডেল দেখতে করোনা বিধি ভেঙ্গে উপচে পড়েছে মানুষের ঢল। এরপর আবার এই প্যান্ডেলের আলোর ঝলকানি বিমানবন্দরে বিমান নামতে অসুবিধা করছে এই অভিযোগ হওয়ার পর সপ্তমীর রাতেই বন্ধ হয়ে যায় আলো। বন্ধ করে দেওয়া হয় মন্ডপ দর্শনও।
আর এই সকল বিতর্ক যখন দানা বেঁধেছে সেই সময় আলো এবং মণ্ডপ দর্শন বন্ধ হয়ে যাওয়া নিয়ে পুজো উদ্যোক্তারা দাবি করেছেন, ভিড় এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বুর্জ খালিফার আদলে তৈরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আলো নিভে যাওয়ার পর পুজো মণ্ডপ দেখতে হাজির হন শোভন-বৈশাখী জুটি। রংমিলান্তি পোশাকেই এদিন তাদের দেখা যায় এই পূজামণ্ডপে। তবে আলো নিভে গেলেও বুর্জ খালিফার আদলে তৈরি এই পূজামণ্ডপ দেখে মুগ্ধ হন।
দুজনে গোটা মন্ডপ ঘুরে ঘুরে দেখার পর শিল্পীদের কারুকার্য দেখে উৎসাহিত হয়ে পড়েন। মুগ্ধ হওয়ার পাশাপাশি তারা মন্ত্রী সুজিত বসুর প্রশংসায় পঞ্চমুখ হন। অন্যদিকে এই বুর্জ খালিফার আদলে তৈরি পূজামণ্ডপ দেখে শোভন চ্যাটার্জীর কথায়, দুবাইয়ের সবচেয়ে উঁচু বাড়ির যে আকর্ষণ সেই আকর্ষণ কলকাতা এনে ফেলেছেন সুজিত বসু। সুজিত বসুর এই উপস্থাপনা সাম্প্রতিক উপস্থাপনা বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
অন্যদিকে শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই পুজো দেখে জানান, “অনেক পুজো নিয়ে গিমিক থাকে, মিডিয়া একটা ক্রেজ তৈরি করে দেয়। তবে যে ভিড় দেখছিলাম, মানুষ জনসমুদ্র দেখে অন্যরকম ভেবেছিলাম। তবে মানুষের এক্সপেক্টেশন কানায় কানায় পূর্ণ। যেমন সুন্দর মণ্ডপ, তেমন প্রতিমা। মন ভরে গিয়েছে।”
এখানেই শেষ নয়, এর পাশাপাশি শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বুর্জ খালিফার আদলে তৈরি এই পূজামণ্ডপ দেখে গাইতেও শোনা যায় ‘বাজল তোমার আলোর বেণু’। এই ভাবেই হৈ-হুল্লোড়ে কেটে গেল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবথেকে আলোচিত জুটি শোভন-বৈশাখী জুটিকে।