নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে শোভন বৈশাখীর ফ্যাশন শ্যুটের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেট পাড়ায় সবচেয়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তারা। শোভন চ্যাটার্জিকে ঘিরে বৈশাখী ব্যানার্জি ‘তাতা থৈথৈ’ নাচ যেমন নেটিজেনদের নতুন হাসির খোরাক হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি আবার কয়েক ঘণ্টা ঘুরতে না ঘুরতেই দেখা যায় শোভন চ্যাটার্জি পিয়ানোর সামনে বসে টুংটাং করছেন। সেই সময় একটু ভুল হলেই বৈশাখীর আদুরে বকুনি ছুটে আসছে। এসব নিয়ে বেশ মজেছেন নেটিজেনরা।
নেটিজেনরা যেমন এই দুজনকে নিয়ে সম্প্রতি বেশ মজেছেন তেমনি তাদেরকে নিয়ে বয়ে চলেছে মিমের বন্যা। অন্যদিকে আবার এই সকল মিমের বন্যার মাঝেই হঠাৎ রবিবার ফুটে ওঠে তাদের মহাষ্টমীর সাজ। যে সাজে অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি নিজেকে ধরা দিলেন একেবারে নতুন কনের বেশে। তাকে দেখা গেল আটপৌড়ে করে লাল পাড় দেওয়া বেনারসি পরতে। সঙ্গে কানে ও গলায় ভারী সোনার গয়না।
এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে মাথায় চুলের খোপায় গুজেছেন ফুল, হাতে পরেছেন সোনার চূড়। অন্যদিকে শোভন বাবুকে দেখা গেল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে। আর এই সাজগোজেই দুজনে মেতেছেন পুজো প্রেম থেকে বসন্তের আনাগোনা আড্ডায়। এমনকি এই ভিডিওতে বৈশাখীর মুখে গণেশ ঠাকুরের গল্প শুনে নিজেকে গণেশ বলেও ঘোষণা করতে দেখা গেল শোভন বাবুকে।
সদ্য প্রকাশ্যে আসা এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুনরায় নতুন করে যেমন চর্চা শুরু হয়েছে তেমনই শুরু হয়েছে কটাক্ষ। নেট পাড়ার নেটিজেনরা দাবি করেছেন, ‘এবার বন্ধ হোক এদের ন্যাকামি’। অনেকে আবার মন্তব্য করেছেন, ‘দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে যেন বিসর্জন দিয়ে দেওয়া হয় শোভন ও তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখীকে।’ এছাড়াও এমন এমন মন্তব্য উঠে এসেছে যাতে সোশ্যাল মিডিয়ায় কান পাতা দায় হয়ে পড়েছে।
তবে নেট পাড়ার এমন দাবি, কটাক্ষ এসবে কি এসে যায় এই যুগলের। তারা তো রয়েছেন নিজেদের মতই। আবার এই আড্ডার মাঝে বৈশাখী নিজেকে জানান, ‘আমি কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি’। এসব শুনে নেট পাড়ায় কম বিতর্ক ছড়ায়নি, পাশাপাশি এই মন্তব্য আরও হাসির খোরাক করে তুলেছে নেট দুনিয়াকে।