নিজস্ব প্রতিবেদন : কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক শোভন চ্যাটার্জি বুধবার তার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী ব্যানার্জির নামে লিখে দিলেন। আর এই ঘটনা চাওয়ার হতেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য। পাশাপাশি অনেকের মধ্যেই কৌতুহল বাড়তে শুরু করে কত টাকার মালিক শোভন চ্যাটার্জি?
এমনিতে এই সকল হেভিওয়েট ব্যক্তিদের সম্পত্তির পরিসংখ্যান পাওয়াটা অতটা সহজ নয়। তবে শোভন চ্যাটার্জির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তার মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায় তার নামে কত টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।
শোভন চ্যাটার্জি শেষবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২০১৬ সালে। সেই সময় তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে যে হলফনামা পেশ করেছিলেন তার থেকে জানা যাচ্ছে, ঠিক তার আগের অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ২৬ লক্ষ ৩৫ হাজার ৪০ টাকা। ব্যাঙ্ক ব্যালেন্স, শেয়ার, বন্ড, গয়না ইত্যাদি মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪ লক্ষ ৩০ হাজার ৯৪২ টাকা।
পাশাপাশি বাসযোগ্য জমি, চাষযোগ্য জমি এবং অচাষযোগ্য জমি ও অন্যান্য সম্পত্তি মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৬৭ লক্ষ ৬০ হাজার ৬০ টাকা। আর এই স্থাবর এবং অস্থাবর সমস্ত রকম সম্পত্তি মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬ কোটি ৭২ লক্ষ ৫৯ হাজার ৯১২ টাকা। সবথেকে উল্লেখযোগ্য শোভন চ্যাটার্জীর নামে ওই সময় কোন রকম ঋণ ছিল না। আর এই বিপুল পরিমাণ সম্প্রতি তিনি বৈশাখীর নামে লিখে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
যদিও এই বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব আজ থেকে পাঁচ বছর আগের। পরবর্তী পাঁচ বছরে তার সম্পত্তির পরিমাণ কত গুণ বেড়েছে অথবা কমেছে তা অবশ্য জানা যায়নি।