বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আজ অর্থাৎ শুক্রবারই তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। গত বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য।

Advertisements

Advertisements

শেষ বিধানসভা নির্বাচনের শোভনদেব চট্টোপাধ্যায় নিজের গড় রাসবিহারী ছেড়ে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কারণ এবার নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দীগ্রাম থেকে। আর এই প্রতিদ্বন্দিতায় তার মূল প্রতিপক্ষ বিজেপির রুদ্রনীল ঘোষকে বিপুল ভোটে তিনি পরাজয় করেন। বিপুল ভোটে জয়লাভ করার পর বিধায়ক হিসেবে শপথ গ্রহণ এবং পরে মমতার মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী থেকে কৃষি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আর এরপর মাসখানেকের মধ্যেই বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিতে চলেছেন।

Advertisements

ইস্তফা দেওয়ার কারণ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেও তিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। যে কারণে তাকে আবার ছয় মাসের মধ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। আর এরই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরাতন আসন ভবানীপুরকে ছেড়ে দিচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ওই আসুন থেকেই আগামী দিনে বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা যাচ্ছে।

[aaroporuntag]
বিধায়ক পদ থেকে পদত্যাগ করার বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার ইচ্ছে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হন। আর এরপর দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি বিশ্বস্ত সৈনিক হিসেবে মাথা পেতে নেবো। তবে বাংলাতেই থাকতে চাই।”

Advertisements