মিড ডে মিলে বাড়লো আলু, বাদ সোয়াবিন, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : পূর্বে মিড ডে মিলের খাদ্যসামগ্রীতে যুক্ত হয়েছিল পুষ্টিকর খাবার সোয়াবিন। তবে সোমবার এই মিড ডে মিল নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে মিড ডে মিল প্রকল্পের প্রোজেক্ট ডিরেক্টরের দপ্তর থেকে। যে নির্দেশিকায় বাদ দেওয়া হয়েছে সোয়াবিন। এর পাশাপাশি এই নির্দেশিকা অনুযায়ী মিড ডে মিলে খাদ্যসামগ্রীর তালিকায় বেড়েছে আলুর বরাদ্দ।

মিড ডে মিল প্রকল্পের প্রোজেক্ট ডিরেক্টরের দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে আগামী দিনে যে সকল খাদ্য সামগ্রী পাওয়া যাবে মিড ডেমিল থেকে তা হল, দু’কেজি আলু এবং দু’কেজি চাল। এ ক্ষেত্রে আলুর বরাদ্দ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি পাওয়া যাবে ২৫০ গ্রাম করে চিনি এবং ডাল। পাশাপাশি দেওয়া হবে একটি করে সাবান। করোনাকালে পড়ুয়াদের বারবার হাত ধোয়ার জন্য এই সাবান বরাদ্দ করা হয়েছে বেশ কয়েক মাস ধরে।

অন্যদিকে নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী আগস্ট মাসেও পড়ুয়াদের অভিভাবকরা নিজের নিজের স্কুল এবং অন্যান্য সেন্টার থেকে মিড ডে মিলের খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যাবেন। এর পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে আগামী মাসেও রাজ্যে স্কুল খোলার কোনো পরিকল্পনা নেই।

জানা যাচ্ছে, মিড ডে মিলের ক্ষেত্রে প্রাথমিকে ৯৯.৪০ টাকা এবং উচ্চ প্রাথমিকে ১৪৯ টাকা বরাদ্দ করা হয়ে থাকে। তবে আগামী আগস্ট মাসে বরাদ্দের টাকা মাত্র ৭৮। এই জায়গায় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে একাধিক শিক্ষক সংগঠন। তাদের দাবি, আলুর বরাদ্দ বাড়ানো হয়েছে খুব ভালো কথা কিন্তু সোয়াবিনের মত পুষ্টিকর খাবার তুলে দেওয়া অত্যন্ত অবিবেচনার।

তাদের অভিযোগ, এর আগে সরকার জুন মাসে ছোলা বাদ দিয়েছে এবং ডালের পরিমাণ কমিয়ে ২৫০ গ্রাম করেছে। এরপর আগস্ট মাসে বাদ পড়লো সোয়াবিন। তারা আগস্ট মাসে ৫০০ গ্রাম করে সোয়াবিন এবং ১০টি করে ডিম বিতরণ করার দাবি তুলেছেন।