নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রতিটি নাগরিকের কাছে ভারতীয় রেলের গুরুত্ব অপরিসীম। রেলের এই গুরুত্ব সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকেও প্রতিনিয়ত যাত্রীদের কথা ভাবা হয় এবং তাদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম জারি করা হয়।
ভারতীয় রেলে যাত্রা করা যাত্রীদের মধ্যে মহিলাদের সংখ্যা কম নয়। আবার বহু মহিলারা রয়েছেন যারা একাই এক জায়গা থেকে অন্য জায়গা, এমনকি দূর দূরান্তে যাতায়াত করে থাকেন। এই সকল মহিলা রেল যাত্রীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে তাদের সহযোগিতায় বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে। এর পাশাপাশি এবার অভিনব এক নিয়ম জারি করতে চলেছে ভারতীয় রেল।
নতুন এই নিয়ম জারি করা হবে মূলত দূরপাল্লার ট্রেনে একা যাত্রা করা মহিলা যাত্রীদের জন্য। এক্ষেত্রে কোন মহিলা যদি একা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে ট্রেনের কোচে আলাদা করে ওই মহিলার বসার ব্যবস্থা করবে ভারতীয় রেল। অভিনব এমন পরিকল্পনার কথা জানিয়েছেন রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দর্শনা জারদোশ। তিনি শনিবার হাওড়া রেলওয়ে স্টেশন একাধিক ব্যবস্থা পরিদর্শন করতে এসে এমনই জানান।
তিনি জানিয়েছেন, “এককভাবে ট্রেনে যাত্রা করা মহিলাদের সকলকে কোচের নির্দিষ্ট একটা জায়গায় যাতে সিট দেওয়া হয় সেই ব্যবস্থা এবার দূরপাল্লার ট্রেনে করা হবে রেলে। আর সংরক্ষিত ব্যবস্থার সিস্টেমে তা কার্যকর করা হবে।”
নতুন ভারতের নতুন রেল ?
Undertook an inspection visit of Howrah Junction of Eastern Railway in West Bengal.
Reviewed the station operations, public services and cleanliness for the comfort & convenience of our passengers. pic.twitter.com/W3VYu8Nmut
— Darshana Jardosh (@DarshanaJardosh) November 12, 2022
এই ব্যবস্থা চালু হলে স্বাভাবিকভাবেই সেই সকল মহিলারা ব্যাপক সুবিধা পাবেন যারা একাই বিভিন্ন কাজের ক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে থাকেন। দূরপাল্লার ট্রেনে যাতায়াতকারী মহিলা যাত্রীদের এই ধরনের দাবি দীর্ঘদিন ধরে ছিল এবং সেই সকল দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই যে পরিবর্তন আসছে তাতে এর থেকে আর বেশি পাওনা মহিলা যাত্রীদের কাছে কিছু হতে পারে না।