নিজস্ব প্রতিবেদন : গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রতিবছর বাড়তি ট্রেনের বন্দোবস্ত করে থাকে ভারতীয় রেল। তবে চলতি বছর প্রথমবার মুর্শিদাবাদ থেকে কোন স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্যের ভিতরে মুর্শিদাবাদ থেকে স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার ইউ কে বল জানিয়েছেন, “গঙ্গাসাগর মেলায় প্রচুর ভক্তের ভিড় হয়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয়ে থাকে। তবে মুর্শিদাবাদের দিক থেকে ট্রেন না থাকায় এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুর্শিদাবাদ থেকে এই স্পেশাল ট্রেন চলাচল করবে আগামী ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। লালগোলা থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে ট্রেনটি। শিয়ালদহে ট্রেন পৌঁছানোর পর কাকদ্বীপ পর্যন্ত লিঙ্ক ট্রেন রাখা হয়েছে। এই স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে দুপুর ৩ টে ৪০ মিনিটে। লালগোলা পৌঁছাবে রাত্রি দশটার সময়। অন্যদিকে লালগোলা থেকে ছাড়বে দুপুর চারটের সময়। শিয়ালদা পৌঁছাবে রাত্রি ১০টা ২০ মিনিটে।
এর পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে প্রতিবছরের মতো চলতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে একগুচ্ছ বাড়তি ট্রেনের আয়োজন করেছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপের মধ্যে ৬৭টি বাড়তি লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। তবে যে সকল ভক্তরা ট্রেনে যাত্রা করতে চান তাদের অবশ্যই কোভিড প্রোটোকল মেনে যাত্রা করতে হবে।