Nathula Pass: নাথুলা ঘুরতে যাওয়ার নিয়মে কড়াকড়ি! ঝামেলা এড়াতে রাখুন এই জিনিস

Prosun Kanti Das

Published on:

Advertisements

A special pass is required to go to Nathula Pass: পর্যটকদের কাছে নাথুলা পাস এর (Nathula Pass) গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের ভ্রমণের তালিকায় এই জায়গাটি কখনোই বাদ পড়ে না। কিন্তু চীনা সীমান্তের এই জায়গায় যেতে গেলে অবশ্যই লাগে বিশেষ পারমিট এবং এই পারমিট ছাড়া গাড়ি কখনোই নাথুলা পাসে পৌঁছাতে পারে না। জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও এই জায়গাটি যথেষ্ট স্পর্শকাতর। সরকারি পর্যটন দফতর ছাড়া অন্য কোনো ট্রাভেল এজেন্সি এই পারমিট কোনভাবে দিতে পারেনা। কিন্তু এখানে কিভাবে হচ্ছে জালিয়াতি?

Advertisements

তবে নাথুলা পাসে (Nathula Pass) যেতে হলে অবশ্যই দরকার হয় একটি বৈধ পারমিটের। কিন্তু আজকাল অনেকেই বৈধ পারমিট ছাড়াই চলে যাচ্ছে একেবারে সীমান্ত পর্যন্ত। এমনি এক অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদি কোনো গাড়ি বিনা পারমিটে সীমান্ত পর্যন্ত চলে যায় তাহলে তা দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড়ই প্রশ্ন তোলে। এই বিষয়টি নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দফতর?

Advertisements

নাথুলায় (Nathula Pass) কোনো গাড়ি যদি বৈধ পারমিট ছাড়া ধরা পড়ে তাহলে আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম পর্যটন দফতর। সিকিম পর্যটন দফতর এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সরকারি নিয়ম অনুসারে কিন্তু নাথুলাতে প্রত্যেক দিন ৫০০টি গাড়ি অনুমতি দেওয়ার নিয়ম রয়েছে। তবে এই অবৈধ কার্যকলাপ আটকানোর জন্য এখন থেকে হবে সারপ্রাইজ ভিজিট।

Advertisements

আরও পড়ুন ? অনেক হলো দার্জিলিং, সিকিম! এবার ঢুঁ মারুন এই অফবিটে, প্রাণ জুড়িয়ে যাবে গ্যারান্টি

ধরা পড়লে দিতে হতে পারে জরিমানা। তাই এবার থেকে সমস্ত পর্যটকদেরও এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নাথুলাতে (Nathula Pass) যারা ঘুরতে আসবেন নিয়ে আসতে হবে বৈধ পারমিট। এখানে আসার জন্য যে পারমিট নিতে হবে তার জন্য পর্যটকদের মাথাপিছু খরচ পড়বে ২৫০ টাকা। অসাধু চক্র ধরা জন্য যথেষ্টই তৎপর থাকবে সিকিম পর্যটন দফতর।

সূত্র মারফত জানা গেছে যে, নাথুলায় যদি কেউ গাড়ি নিয়ে যেতে চায় নির্দিষ্ট পারমিট থাকা দরকার। অর্থাৎ নাথুলা এমন একটি জায়গা যা সীমান্ত এলাকায় অবস্থিত এবং জাতীয় সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই জন্যই একশ্রেণির অসাধু চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে বেআইনিভাবে নাথুলা সীমান্ত পর্যন্ত গাড়ি পাঠিয়ে দিচ্ছে বলে জানা গেছে।

Advertisements