বিক্ষোভের আশঙ্কায় কঠোর নিরাপত্তা, শান্ত মুরারই

Shyamali Das

Published on:

Advertisements

রায়হান রেজা : সিএএ ও এনআরসি নিয়ে বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতির আকার নেই বীরভূমের মুরারই ব্লকের বিস্তীর্ণ এলাকা। একের পর এক জায়গায় হয় উগ্র আন্দোলন, বিক্ষোভের জেরে হয় রেল অবরোধ, পথ অবরোধ, পাশাপাশি লোহাপুর স্টেশনে গত রবিবার অগ্নিসংযোগ ও ভাংচুরের পাশাপাশি হয় লুট। তারপরেই সচেষ্ট হয়ে ওঠে প্রশাসন।

Advertisements

Advertisements

মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম স্টেশনে মঙ্গলবার আন্দোলনের আশঙ্কায় আন্দোলনের আগেই কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় রাজগ্রাম স্টেশনকে। সকাল থেকে রাজগ্রাম স্টেশন মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশবাহিনী। রেল স্টেশনের নিরাপত্তা বাড়াতে রেল পুলিশের পাশাপাশি মুরারই থানার পুলিশ প্রহরায় নামে। স্টেশনের প্রবেশদ্বার থেকে শুরু করে রেললাইন সমস্ত কিছুই ঘিরে ফেলা হয় পুলিশি প্রহরায়। এমনকি যাত্রীদের আশ্বস্ত করতে পুলিসকর্মীদের স্টেশনে আগত যাত্রীদের সাথে কথাও বলতে দেখা যায়।

Advertisements

মঙ্গলবার রাজগ্রামের বিক্ষোভের কর্মসূচি নিয়ে আগাম এলাকায় মাইকিং করা হলেও আজ কোনরকম বিক্ষোভকারীদের দেখা মেলেনি। ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক, যে কারণে জনজীবনের স্বাভাবিক যাত্রায় কোনো ব্যাঘাতও আনতে সক্ষম হয়নি আন্দোলনকারীরা।

Advertisements