CAA ও NRC’র প্রতিবাদের জের, কঠোর নিরাপত্তায় ঘেরা হলো রামপুরহাট স্টেশন

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হওয়ার সাথে সাথে দেশের উত্তর-পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে প্রতিবাদের আন্দোলন ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দিনের পর দিন বীরভূমেও বাড়ছে আন্দোলনের তীব্রতা। শনিবার রেল অবরোধ, রাস্তা অবরোধের পর রবিবার একই ঘটনা ঘটে। পাশাপাশি রবিবার লোহাপুর রেল স্টেশন অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর করা হয়, লুট হয় স্টেশনের ক্যাশ বাক্সে থাকা টাকা। সোমবারও প্রতিবাদ আন্দোলনে রাস্তা ও রেল অবরোধ চলছে বিভিন্ন জায়গায়।

আন্দোলনের মাত্রা দিন দিন উগ্র রূপ নিতে শুরু করায় অবশেষে তোড়জোড় শুরু হয় স্টেশনের নিরাপত্তায়। বীরভূমের বিভিন্ন স্টেশনে লাগাতার বিক্ষোভের জেরে সোমবার থেকে রামপুরহাট স্টেশনের নিরাপত্তার কঠোর করা হলো। রামপুরহাট স্টেশনে রেলওয়ে প্রটেকশন স্পেশাল ফোর্স নামানো হয়। অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা রেলস্টেশনের মূল গেটে প্রহরায় মোতায়েন।

তবে নিরাপত্তা বাড়লেও ইতিমধ্যেই রেলের তরফ থেকে এই প্রতিবাদ বিক্ষোভের জেরে রেলের ক্ষতি রুখতে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার কারণে রামপুরহাট স্টেশনের মত স্টেশনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় জমেছে। স্টেশনের কাউন্টারে টিকিটের জন্য লম্বা লাইন থাকলেও কাউন্টার থেকে ততক্ষণ টিকিট দেওয়া হচ্ছে না যতক্ষণ না ট্রেনের ঘোষণা হচ্ছে। যার ফলে তারাপীঠে আসা তীর্থযাত্রীরা ট্রেন না পেয়ে হতাশায় ভুগছেন।