Bharat Gaurav Express: মহাকুম্ভ যাত্রার জন্য কলকাতা থেকে বিশেষ ভারত গৌরব ট্রেন, ছাড়বে ২০শে ফেব্রুয়ারি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bharat Gaurav Express: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলমান কুম্ভমেলার জন্য তিরুনেলভেলি থেকে বারাণসী পর্যন্ত একটি বিশেষ ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন (Bharat Gaurav Express) পরিষেবা ঘোষণা করেছে। ৫ই ফেব্রুয়ারি, ট্রেনটি তিরুনেলভেলি থেকে রাত ১টায় ছেড়ে মাদুরাই জংশনে ৫.৫০ মিনিটে থামবে, সেখান থেকে সকাল ৬টায় ছেড়ে যাবে। ৭ই ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ মিনিটে কাশীতে পৌঁছানোর কথা রয়েছে, মালাইমালারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

Advertisements

‘মহা কুম্ভ পুণ্যযাত্রা ২০২৫’ ভ্রমণপথের মধ্যে রয়েছে ৭ই ফেব্রুয়ারি গঙ্গা আরতি। এরপর ৮ই ফেব্রুয়ারি বারাণসীর কাশী বিশ্বনাথ, বিশালক্ষী, কাল ভৈরব এবং সারনাথ মন্দির ভ্রমণ। পরের দিন, ৯ই ফেব্রুয়ারি, যাত্রীদের সড়কপথে প্রয়াগরাজে নিয়ে যাওয়া হবে যেখানে তারা ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতী – ৩টি নদীর সঙ্গমস্থলে স্নান করতে পারবেন। তারপরে কুম্ভমেলার জন্য নির্মিত ‘তাঁবুর শহর’-এ রাত্রিযাপন করতে পারবেন।

Advertisements

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন মহা কুম্ভযাত্রার জন্য ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটি (Bharat Gaurav Express) কলকাতা থেকে ছাড়ার ব্যবস্থা করেছে। ২০শে ফেব্রুয়ারী, ২০২৫ কলকাতা স্টেশন থেকে ৫ রাত, ৬ দিনের ভ্রমণের জন্য প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যা সহ প্রধান তীর্থস্থানগুলিতে যাবে। এই যাত্রার লক্ষ্য হল তীর্থযাত্রীদের পরিবহন, থাকার ব্যবস্থা, খাবার এবং নির্দেশিত মন্দির পরিদর্শনের জন্য সর্বাত্মক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা।

Advertisements

এই বিশেষ ট্রেনটি (Bharat Gaurav Express) ইকোনমি, স্লিপার এবং ৩ এসি ক্লাস সহ বিভিন্ন ভ্রমণ বিকল্পের সুবিধা দেবে। ইকোনমি বা স্লিপার ক্লাসের যাত্রীদের প্রতি জনপ্রতি ১৯,১০০ টাকা দিতে হবে, যেখানে ৩ এসি ক্লাসের যাত্রীদের প্রতি জনপ্রতি ২৫,১০০ টাকা দিতে হবে। ৩ এসি বগিতে ১৭৮টি সিট থাকবে এবং স্লিপার ক্লাসে ৫০০টি সিট থাকবে। প্যাকেজটিতে কেবল ট্রেন ভ্রমণই অন্তর্ভুক্ত নয় বরং শীতাতপ নিয়ন্ত্রিত বা নন-এসি হোটেলে থাকার ব্যবস্থা এবং খাবারও রয়েছে। অতিরিক্তভাবে, তীর্থস্থানগুলিতে ভ্রমণের জন্য বাস পরিবহনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন:Maha Kumbh Mela 2025Maha Kumbh Mela 2025: মহাকুম্ভমেলায় যাওয়ার পরিকল্পনা আছে? জানুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

ট্রেন যাত্রায় কাশী বিশ্বনাথ মন্দির, তুলসী মন্দির, হনুমান মন্দির, সঙ্কট মোচন মন্দির এবং রাম মন্দিরের মতো বিশিষ্ট আধ্যাত্মিক স্থান পরিদর্শন করা হবে। তীর্থযাত্রীদের বাসে করে এই স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে, গাইডেড ট্যুরের মাধ্যমে প্রতিটি স্থান ঘুরে দেখার সুযোগ নিশ্চিত করা হবে। ভ্রমণকারীরা IRCTC ওয়েবসাইটের মাধ্যমে তাদের সিট বুক করতে পারবেন, যেখানে ট্রেনের সময়সূচী, পরিষেবা এবং বুকিং প্রক্রিয়ার সম্পূর্ণ বিবরণ রয়েছে।

এই উদ্যোগটি IRCTC-এর মহাকুম্ভের জন্য প্রত্যাশিত বিশাল জনসমাগম নিয়ন্ত্রণের বৃহত্তর কৌশলের অংশ। মোট, ভারতীয় রেলওয়ে মহাকুম্ভের জন্য ১৩,০০০-এরও বেশি বিশেষ ট্রেন চলবে, যার মধ্যে ৩,১৩৪টি বিশেষভাবে মহাকুম্ভের জন্য নিবেদিত। এছাড়াও, IRCTC প্রয়াগরাজে একটি “টেন্ট সিটি” স্থাপন করেছে, যা ২০ লক্ষেরও বেশি তীর্থযাত্রীর জন্য থাকার ব্যবস্থা করে। মহাকুম্ভের সময় প্রত্যাশিত লক্ষ লক্ষ ভক্তের জন্য নির্বিঘ্ন পরিবহন, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিতে সুবিধাজনক অ্যাক্সেস নিশ্চিত করাই এই পুরো কার্যক্রমের লক্ষ্য।

Advertisements