Indian Rail Timetable 2025: নতুন বছরে রেলের টাইমটেবিলে যুক্ত হচ্ছে স্পেশ্যাল ট্রেন, দেখে নিন চটজলদি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Rail Timetable 2025: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন বছর এবং নতুন বছর পড়লে বেশিরভাগ মানুষই ট্রেনের নতুন টাইমটেবিল বাড়িতে নিয়ে আসে। ২০২৫ সালের রেলের টাইমটেবিলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। যাত্রা শুরু করার আগে অবশ্যই জেনে নিতে হবে এই পরিবর্তনগুলো সম্পর্কে। প্রথমবারের জন্য এবারই সাধারণ ট্রেনগুলির সঙ্গে স্পেশ্যাল ট্রেনের তালিকাও ঢুকে গিয়েছে রেলের টাইমটেবিলে। রেলের নতুন টাইমটেবিলে ৪,০৫৬ টি স্পেশ্যাল ট্রেনের তালিকা এবার জায়গা করে নিয়েছে।

Advertisements

নতুন বছরে প্রকাশিত হয়েছে নতুন টাইমটেবিল (Indian Rail Timetable 2025)এবং সেই টাইমটেবিলে দেখতে পাবেন ২৮৭৫ টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনের তালিকায় বেশিরভাগ ট্রেন হলো এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। শুধুমাত্র ট্রেনের টাইমটেবিলে নয় স্টেশনে ট্রেন ছাড়া ও পৌঁছানোর সময়ের ক্ষেত্রেই বিরাট পরিবর্তন এসেছে। তালিকায় নতুনভাবে সংযুক্ত হচ্ছে ৭৪ টি নতুন ট্রেন। ২০২৫ সালের রেলের টাইমটেবিলে থাকছে নতুন চমক। নতুন তালিকায় থাকছে ৩৪ টি নতুন বন্দে ভারত, ২ জোড়া অমৃত ভারত ট্রেন। পাশাপাশি ছিল একটি জোড়া ‘নমো ভারত ব়্যাপিড রেল’ও। সাথে থাকছে ৩৭ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের তালিকা।

Advertisements

সাউথ ইস্টার্ন রেলে যুক্ত হচ্ছে বন্দে ভারত। ইতিমধ্যেই সাউথ ইস্টার্ন রেলের টাইমটেবিলও (Indian Rail Timetable 2025) এটি প্রকাশ করা হয়েছে। তালিকা অনুসারে সেখানে একাধিক বন্দে ভারতের নাম রয়েছে। রেলের উন্নতির স্বার্থে এবং দ্রুত যোগাযোগের জন্য এই বন্দে ভারত প্রভাব ফেলবে গণ পরিবহনে।

Advertisements
বন্দে ভারত এক্সপ্রেসগুলি:-
  1. ২০৮৮৭/২০৮৮৮ রাঁচি-বারাণসী-রাঁচি- বন্দে ভারত এক্সপ্রেস
  2. ২০৮৯১/২০৮৯২ টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস
  3. ২০৮৯৩/২০৮৯৪ টাটানগর-পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস
  4. ২০৮৭১/২০৮৭২ হাওড়া-রাউরকেল্লা- হওড়া বন্দো ভারত এক্সপ্রেস
  5. ২১৮৯৩/২১৮৯৪ টাটানগর-পাটনা-টাটানগর বন্দেভারত এক্সপ্রেস
  6. ২১৮৯৫/২১৮৯৬ টাটানগর-পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস
দেখা যাক মেল ট্রেনগুলি:-
  1. ১৮০৫১/১৮০৫২ বাদামপাহাড়-রাউরকেল্লা-বাদামপাহাড় এক্সপ্রেস
  2. ১৩৪৩৪/১৩৪৩৫ মালদা টাউন-এসএনভিটি বেঙ্গালুরু- মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস
  3. ১৮৪২৭/১৮৪২৮ পুরী আনন্দবিহার-পুরী এক্সপ্রেস
  4. ১৩৫১৩/১৩৫১৪ আসানসোল-হাতিয়া-আসানসোল এক্সপ্রেস
  5. ২২৩৫৮/২২৩৫৭ গয়া-এলটিটি-মুম্বই গয়া এক্সপ্রেস

আরও পড়ুন:India-Bhutan Train ServiceIndia-Bhutan Train Service: প্রতিবেশী রাষ্ট্র ভুটানে যান মাত্র এক ঘন্টায়, কবে সম্ভব হবে এটি

পাশাপাশি নতুন টাইমটবিলে (Indian Rail Timetable 2025) উল্লেখ রয়েছে মেমু ট্রেনেরও। নিম্নের তালিকায় বিস্তারিত দেওয়া হলো –
  1. ১ জোড়া রাউরকেল্লা-টাটানগর-রাউরকেল্লা মেমু ট্রেন।
  2. ৩ জোড়া বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু ট্রেন।
মহাকুম্ভ এর প্রভাব রেলের টাইমটেবিলে (Indian Rail Timetable 2025):

আবারও অনুষ্ঠিত হবে মহাকুম্ভ তাও এই নতুন বছরে। মহাকুম্ভ ঘিরে রেল কর্তৃপক্ষ নিয়োজিত করতে চলেছে প্রায় ১৩০০০ ট্রেন। যাত্রী সরবরাহের জন্যই এই নতুন প্রচেষ্টা। আশা করা হচ্ছে এবারের মহাকুম্ভে ৪৫ কোটি পুণ্যার্থী থাকবেন। মনে করা হচ্ছে যে, পুণ্যার্থীদের মধ্যে ১০ কোটি মানুষ রেলে যাতায়াত করবেন তাই সেভাবেই সমস্ত পদক্ষেপ নিছে ভারতীয় রেল। আয়োজনের দিক থেকে কোনরকম ত্রুটি থাকবেনা।

Advertisements