Jagadhatri Puja Special Trains: জগদ্ধাত্রী পুজোয় সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন, রইল সময়সূচি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jagadhatri Puja Special Trains: ভারত, বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের আবাসস্থল, তার অনন্য উৎসবের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে, সবচেয়ে মহৎ উৎসব যা আমাদের মনে আসে তা হল মহা দুর্গাপূজা উৎসব। তবে এখনও জগদ্ধাত্রী পূজা উদযাপন সম্পর্কে অনেকেই জানেন না। মা দুর্গার পুনর্জন্ম মা জগদ্ধাত্রীকে উৎসর্গীকৃত এই পবিত্র অনুষ্ঠানটি কার্তিক মাসে উদযাপিত হয়। এটি পাঁচ দিনব্যাপী উৎসব। এ বছর ষষ্ঠী ও সপ্তমী পড়েছে যথাক্রমে ৭ই ও ৮ই নভেম্বর। চলবে ১১ই নভেম্বর, ২০২৪ পর্যন্ত। ৮ই নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটে অষ্টমী তিথি শুরু হয়। পরদিন রাতে শেষ হবে। নবমী তিথি ৯ই নভেম্বর রাত ১০:৪৫-এ শুরু হবে এবং ১০ই নভেম্বর রাত ৯:০১-এ শেষ হবে। এই চার দিন রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চলবে বিশেষ ট্রেন (Jagadhatri Puja Special Trains)।

Advertisements

কলকাতার অনেক এলাকায় জগদ্ধাত্রী মা পূজিত হলেও চন্দননগরে এই উৎসবের সবচেয়ে বড় উৎসব দেখা যায়। চন্দননগর পূজা প্যান্ডেলগুলিতে দুর্দান্ত সব আলোকসজ্জা এবং নকশা দ্বারা সজ্জিত। চন্দননগরে প্রধান আকর্ষণই হলো আলোকসজ্জা। জগদ্ধাত্রী দেবীর মূর্তি তৈরি করা হয় প্রাচীন কালের সংস্কৃতির ভিত্তিতে। চন্দননগরে থিমভিত্তিক পুজো প্যান্ডেলও তৈরি করা হয়েছে, যা দেখার জন্য দূর-দূরান্ত থেকে ভিড় জমে যায়।

Advertisements

৮ই নভেম্বর, শুক্রবার থেকে টানা ১২ই নভেম্বর, মঙ্গলবার হাওড়া থেকে ব্যান্ডেলে শুধুমাত্র বিকেল ও রাতে চলবে বিশেষ ট্রেন। এই বিশেষ ট্রেনগুলি (Jagadhatri Puja Special Trains) হাওড়া থেকে ব্যান্ডেলগামী আবার ব্যান্ডেল থেকে হাওড়াতে ফিরে আসবে। এই বিশেষ ট্রেনগুলিগুলির সময়সূচি হল:-

Advertisements
হাওড়া থেকে ব্যান্ডেলগামী:
  • বিকেল ৫.২০
  • সন্ধ্যা ৭.৫৫
  • রাত ৮. ৩৫
  • রাত ১১.৩০
  • রাত ১২.৩০

আরো পড়ুন: মহিলা নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ উত্তরবঙ্গে! এবার পথে নামবে লেডিস স্পেশাল বাস, কোন রুটে চলবে রইল বিস্তারিত

ব্যান্ডেল থেকে হাওড়াগামী:
  • সন্ধ্যা ৬.৩৫
  • রাত ৯.২০
  • রাত ৯.৫৫
  • রাত ১টা
  • রাত ২টো

যতই ট্রেন বাড়ানো হোক না কেন, যাত্রীসংখ্যাও যেন পাল্লা দিয়ে দিন দিন বেড়ে চলেছে। প্রত্যেকটি ট্রেনে অতিরিক্ত ভিড় সামলাতে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। তবুও নিত্যনৈমিত্তিক ধাক্কাধাক্কি অব্যাহত রয়েছে। পুজোর দিনে এই অতিরিক্ত ভিড় সামলাতেই বিশেষ ট্রেনগুলোর (Jagadhatri Puja Special Trains) ব্যবস্থা করা হয়েছে। যাতে সন্ধ্যে বা রাতে ঠাকুর পরিদর্শন করে বাড়ি ফিরতে অসুবিধায় না পড়তে হয় সেই জন্যই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষকে তরফ থেকে।

জগদ্ধাত্রী পুজোর এই চারটি দিন হাওড়া থেকে যে মসাগ্রাম লোকালটি ছাড়ে তা সন্ধ্যা ৭.৩০ মিনিটে হাওড়া ছাড়বে। এআ ট্রেপটি সোজা এটি বর্ধমান যাবে। সময়ের এই হঠাৎ বদলে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারবেন।

Advertisements