সুরক্ষিত থাকবেন মহিলা পর্যটকরা, দীঘায় আলাদা করে মহিলা পুলিশ স্কোয়াড মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হল দীঘা। বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকের আগমন ঘটে থাকে। আর এই দীঘায় আসা মহিলা পর্যটকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হলো স্পেশাল মহিলা পুলিশ স্কোয়াড।

Advertisements

মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘায় আসা মহিলা পর্যটকদের নিরাপত্তায় এই স্পেশাল মহিলা ওয়ার্ড তৈরি করেছে পূর্ব মেদিনীপুর পুলিশ। মঙ্গলবার কাঁথিতে এই স্পেশাল মহিলা পুলিশ স্কোয়াডের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে।

Advertisements

গত এক মাসের বেশি সময় ধরে মহিলা পুলিশের বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই বিশেষ স্কোয়াডের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ এই স্কোয়াডের জন্য দশটি মোটরবাইক বরাদ্দ করা হয়েছে মহিলা পুলিশ কনস্টেবলের জন্য। মহিলাদের নিরাপত্তা কথা মাথায় রেখে আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় এমন বিশেষ স্কোয়াড তৈরি করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisements

দীঘায় আসা বিপুলসংখ্যক মহিলা পর্যটকদের নিরাপত্তা কথা মাথায় রেখে পাঁচটি গাড়ি এবং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি মহিলা পুলিশ টিম থাকছে দীঘা শহরে। বাকিগুলি রাখা হবে কাঁথিতে। এর পাশাপাশি নিরাপত্তা কথা মাথায় রেখে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যেখানে ফোন করে ২৪ ঘন্টা সহায়তা মিলতে পারে। জানা যাচ্ছে, অভিযোগ পাওয়ার পর ৫-১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে এই বিশেষ মহিলা টিম।

মহিলা পুলিশ দিয়ে তৈরি করা এই বিশেষ স্কোয়াড আগামী দিনে পূর্ব মেদিনীপুরের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যদিকে রাজ্যের অন্যান্য জায়গাতেও নারী সুরক্ষার কথা মাথায় রেখে এমন বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড তৈরি করার জন্য উদ্যোগী হবে রাজ্য সরকার।

Advertisements