বাঁ হাত নেই, তবুও কঠোর পরিশ্রম করেই জীবনযাপন করছেন এই যুবক

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হতে লক্ষ্য করা যায়। কখনো কখনো এই সকল ভিডিও পশু পাখিদের নিয়ে হয়ে থাকে, আবার কখনো কখনো অদ্ভুত এবং বিচিত্র রেসিপি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সকলের মন জয় করার পাশাপাশি চলছে কুর্নিশ প্রদান।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটি দোকানে বিশেষভাবে সক্ষম এক যুবক, যার বাহাত নেই, সেই যুবক জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। এই ভিডিওটি নজর কাড়ার কারণ হলো, এই ধরনের বহু বিশেষভাবে সক্ষম মানুষদের ভিক্ষাবৃত্তি অথবা অন্য কোন পথ বেছে নিতে দেখা যায়। সেই জায়গায় এই যুবক এমন ভাবে দোকান করে সকলের নজর কেড়েছেন।

Advertisements

ওই যুবক রাস্তার ধারে স্ট্রিট ফুড বিক্রি করে থাকেন। শুধুমাত্র তার শারীরিক অক্ষমতার জন্য তিনি নজর কেড়েছেন এমনটা নয়, এর পাশাপাশি তার খাবারের জনপ্রিয়তাও রয়েছে এলাকায় বলেই জানা যাচ্ছে। যে কারণে তার দোকানে ভিড় দেখলে যে কেউ চমকে যাবেন।

Advertisements

ওই যুবকের বাঁ হাতের কব্জি থেকে বাকি অংশ না থাকলেও তিনি যে কোনো রকমের স্ট্রিট ফুড বিক্রেতাদের অনায়াসেই টেক্কা দিচ্ছেন। কারণ তার মধ্যে রয়েছে অদম্য লড়াই করার প্রচেষ্টা এবং গতি ও পেশাদারিত্বের ক্ষেত্রে অন্যান্যদের তুলনায় কোনরকম খামতি রাখেননি। শারীরিক অক্ষমতা সত্ত্বেও অনবরত খাবার পরিবেশন করে যাচ্ছেন ক্রেতাদের। আবার মসলাদার সোলার সঙ্গে বিশেষ সিন্দি স্টাইলের ভাতও তৈরি করছেন।

স্বাভাবিকভাবেই ওই যুবকের এমন কর্মকাণ্ড হৃদয় ছুঁয়েছে প্রত্যেকের। জানা যাচ্ছে, ওই যুবক গত ১৫ বছর ধরে এই ভাবেই নিজের অদম্য প্রচেষ্টায় নাগপুরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার এই প্রচেষ্টা এবং জীবনযাপনের পদ্ধতিকে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার নাগরিকরা।

Advertisements