নিজস্ব প্রতিবেদন : সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। সাধক বামাক্ষ্যাপার মতোই কৌশিকি অমাবস্যায় এমন সিদ্ধি লাভের আশায় লক্ষ লক্ষ ভক্তরা তারাপীঠে আসেন। মোক্ষম তিথি হিসাবে বহু মানুষের স্বপ্ন থাকে কৌশিকী অমাবস্যায় সশরীরে তারাপীঠে গিয়ে তারা মায়ের পুজো দেওয়ার। কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়না। এমন পরিস্থিতিতে অনেকেই তারা মায়ের পুজো দেওয়ার জন্য অনলাইন (Tarapith Online Puja) ব্যবস্থাকে বেছে নিচ্ছেন।
তারাপীঠে তারা মায়ের অনলাইনে পুজো দেওয়া ডিজিটাল যুগে এখন নতুন কিছু নয়। কেননা দেশের বহু মন্দির রয়েছে যেগুলিতেও অনলাইনে পুজো দেওয়া যায়। তবে তারাপীঠের তারা মায়ের অনলাইনে পুজো দেওয়া নিয়ে চারদিকে যে সকল বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে সেই সকল বিজ্ঞাপন এক রকম কথা বলছে, অন্যদিকে তারাপীঠ মন্দির কমিটি আবার আরেক রকম কথা বলছে। স্বাভাবিকভাবেই তারাপীঠে তারা মায়ের অনলাইনে পুজো দেওয়া নিয়ে এখন শুরু হয়েছে জলঘোলা।
তারাপীঠে যারা অনলাইনে পুজো দিয়ে থাকেন তাদের পুজোর পিছনে হাজার হাজার টাকা করে দিতে হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বানিয়ে সেই সকল অ্যাকাউন্টের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে অনলাইনে পুজোর। আর তারপর অ্যাকাউন্ট নম্বর, ইউপিআই আইডি ইত্যাদির মাধ্যমে টাকা সংগ্রহ করা হচ্ছে। অনলাইনে পুজোর ক্ষেত্রে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে ভক্তদের থেকে। ভক্তরাও তারা মাকে পুজো দেওয়ার আশায় সেই টাকা দিয়ে দিচ্ছেন।
কিন্তু তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে যা জানানো হচ্ছে তাতে এইভাবে যারা অনলাইনে পুজো দিচ্ছেন তাদের চোখ কপালে উঠতে পারে। তারাপীঠ মন্দির কমিটির স্পষ্ট দাবি, তারাপীঠে তারা মায়ের অনলাইনে পুজো দেওয়ার কোন ব্যবস্থা নেই। এমনকি তাদের তরফ থেকে সাধারণ ভক্তদের আবেদন জানানো হচ্ছে, এই ধরনের ফাঁদে যেন কেউ না পড়েন। তারাপীঠে অনলাইনে পুজো দেওয়ার এমন রমরমা অনেকদিন থেকে শুরু হলেও বারবার তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকেই বিষয়টি ভুয়ো বলে দাবি করছেন।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারাপীঠে তারা মায়ের অনলাইনে পুজো দেওয়ার জন্য টাকা আদায়, অন্যদিকে তারাপীঠ মন্দির কমিটির বিষয়টি ভুয়ো বলে দাবি করা, এসব নিয়ে চরম জলঘোলা হলেও সাধারণ ভক্তরা একটি প্রশ্ন তুলছেন। আর সেই প্রশ্নটি হল, তারাপীঠ মন্দির কমিটি কেন এই ধরনের ভুয়ো ঘটনার প্রতিবাদে কোন পদক্ষেপ গ্রহণ করছে না? যদিও এর আগে তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের তরফ থেকে বিষয়টি নিয়ে সাইবার সেলের দ্বারস্থ হওয়ার কথা বলা হয়েছিল। তবে বহুদিন আগে এমন দাবি করা হলেও এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনায় কোনরকম রাস টানা যায়নি।