নিজস্ব প্রতিবেদন : সিনেমা হল, থিয়েটার, বিনোদন ক্ষেত্র খোলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দুই সরকারের অনুমোদনে রয়েছে ভিন্ন ভিন্ন দিনক্ষণের ঘোষণা। দিন দুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী ১লা অক্টোবর থেকে রাজ্যের সিনেমা হল খোলা যাবে, যাত্রা, ম্যাজিক শো ইত্যাদি স্টেজে পারফরম্যান্স করা যাবে।
অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে ৩০ সেপ্টেম্বর আনলক ৫ সম্পর্কিত যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সিনেমা হল, থিয়েটার এবং অন্যান্য বিনোদন ক্ষেত্রগুলি আগামী ১৫ই অক্টোবর থেকে খোলা যাবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য এই দুই সরকারের ভিন্ন ভিন্ন নির্দেশিকায় রাজ্যের সিনেমা হল, যাত্রানুষ্ঠান ইত্যাদি কবে থেকে পুনরায় খোলা হয় তা নিয়েই জল্পনা।
To return to normalcy, Jatras, Plays, OATs, Cinemas & all musical, dance, recital & magic shows shall be allowed to function with 50 participants or less from 1 Oct, subject to adherence to physical distancing norms, wearing of masks & compliance to precautionary protocols.
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2020
তবে এমন ভিন্ন ভিন্ন দিনক্ষণ উল্লেখ করে ছাড়ের নির্দেশিকা এই প্রথম নয়। এর আগেও দেখা গিয়েছিল শপিংমল, ধর্মীয়স্থান সহ আরও বেশ কিছু ক্ষেত্র খোলার ক্ষেত্রে দুই সরকারকে ভিন্ন ভিন্ন দিনক্ষণ ঘোষণা করতে। আর সেবার রাজ্যের বিভিন্ন জায়গায় কেউ কেউ রাজ্য সরকারের অনুমোদন পেয়ে ব্যবসায়িক ক্ষেত্র ও ধর্মীয় স্থান খুলে দিয়েছিলেন। আবার কেউ কেউ কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রতিষ্ঠানগুলি পুনরায় খুলেছিলেন।
আর এবারের ভিন্ন দিনক্ষণের নির্দেশিকাতেও তেমনটাই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ তাদের মতে এমনিতেই দীর্ঘ ছয় মাস এই সকল ক্ষেত্রগুলি বন্ধ থাকার কারণে সেগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং স্বাস্থ্যবিধি মেনে পুনরায় খোলার ব্যবস্থা করতে কিছুটা হলেও সময় লাগবে। এরপরেও রয়েছে দর্শক টানার এবং সিনেমা মুক্তি পাওয়ার বিষয়।
MHA issues new Guidelines for Re-opening
Press Release?
https://t.co/uD2sW7QNZA— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) September 30, 2020
তবে দুই সরকারই স্বাস্থ্যবিধি মানা সম্পর্কে যে নির্দেশিকা প্রকাশ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা জানিয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে ৫০% দর্শক নিয়ে এই ক্ষেত্রগুলি চালানোর। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ৫০ জন বা তার কম সংখ্যক পার্টিসিপেন্ট অর্থাৎ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে ম্যাজিক শো, যাত্রা, নাটক, নৃত্যানুষ্ঠান ও গানের অনুষ্ঠান পরিচালনা করতে।