Digha Jagannath Temple Inauguration: পুরীর জগন্নাথ মন্দিরকে টেক্কা! দীঘায় মন্দির উদ্বোধনের দিন নিয়ে জোর জল্পনা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রভু জগন্নাথ দেবের টানে বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে যান ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple)। আবার লক্ষ্য করলে দেখা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে যে সকল ভক্তদের সমাগম হয় তার বড় অংশ কিন্তু বাংলার বাসিন্দা। যে কারণে বাংলার মানুষদের জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের মন্দির দর্শনে যাতে দূর-দূরান্তে ছুটে যেতে না হয় তার জন্য বড় পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে যখন পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছিলেন তখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির (Digha Jagannath Temple) নির্মাণের ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন দীঘা রেলস্টেশন থেকে সামান্য দূরে মন্দির তৈরীর কাজ শুরু হয়। মন্দির তৈরীর কাজ শুরু হওয়ার পর একাধিকবার মন্দির উদ্বোধনের (Digha Jagannath Temple Inauguration) দিন নিয়ে জল্পনা তৈরি হতে দেখা গিয়েছে। তবে এবার সেই অপেক্ষা শেষ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণার পর দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। যে মন্দির তৈরি করা হচ্ছে সেই মন্দির অনেকটাই পুরীর জগন্নাথ দেব মন্দিরের মতই। দীঘার জগন্নাথ দেব মন্দির এবং পুরীর জগন্নাথ দেব মন্দিরের মধ্যে পার্থক্য বলতে কেবল মূর্তিতে। কেননা দীঘার জগন্নাথ মূর্তি মার্বেলের আর পুরীর জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠের।

আরও পড়ুন 👉 Jagannath Temple: শুধু পুরি নয়, বাংলাদেশের এই জায়গাতেও রয়েছে জগন্নাথ মন্দির! তবে এখন দেখলে চোখ দিয়ে জল আসবে

২০০ কোটি টাকা ব্যয় দিঘাতে স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের পাশে যে মন্দির তৈরি করা হচ্ছে তার কাজ এখন প্রায় শেষের দিকে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই সমোচ্চ, নকশা থেকে সব কিছুই একই রকম এই মন্দিরের উদ্বোধন হয়তো এবার রথযাত্রার আগেই হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে এপ্রিল মাসে মন্দির উদ্বোধন হবে বলে সূত্র জানা যাচ্ছিল, তবে মন্দিরের কাজ পুরোপুরি ভাবে শেষ না হওয়া এবং লোকসভা নির্বাচন পড়ে যাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

এখন যা জানা যাচ্ছে তাতে, আগামী ৭ জুলাই রয়েছে এই বছরের রথযাত্রা। আর সেই রথযাত্রার আগেই উদ্বোধন হতে পারে মন্দিরের এবং রথযাত্রার দূর-দূরান্ত থেকে পর্যটকদের ভিড় হতে পারে নিউ দিঘাতে জগন্নাথ মন্দিরের টানে। দীঘার জগন্নাথ দেব মন্দির উদ্বোধনের বিষয়ে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেই দিনই মন্দিরের উদ্বোধন হয়ে যাবে।