মুকুল রায়ের তৃণমূলে ঘর ওয়াপসি! বৈঠক ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবকিছু ঠিকঠাক থাকলে আজই তৃণমূলে ঘর ওয়াপসি হতে চলেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বিধায়ক মুকুল রায়ের। পাশাপাশি তার সাথে ঘর ওয়াপসি হতে পারে মুকুল পুত্র শুভ্রাংশু এবং অন্যান্যদেরও। অন্ততপক্ষে মুকুল ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisements

Advertisements

শুক্রবার বৈকাল তিনটার সময় তৃণমূল ভবনে একটি সাংগঠনিক বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বৈঠকের আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন তৃণমূলের একদা বিশ্বস্ত সৈনিক মুকুল রায়। তারপর তৃণমূল ভবনে আসতে পারেন স্বপুত্র মুকুল রায়। আর এখানেই আনুষ্ঠানিক যোগদান হতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisements

যদিও সত্যিই তৃণমূলে প্রত্যাবর্তন করছেন কিনা তা নিয়ে এখনই মুকুল রায় অথবা তার ছেলে শুভ্রাংশু রায় স্পষ্ট করে কিছু জানাননি। তবে কয়েকদিন ধরেই এই দুজনের বিভিন্ন সিদ্ধান্ত এবং তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের কথাবার্তা তাদের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনাকে উস্কে দিচ্ছে। আর এমত অবস্থাতে শুক্রবার মুকুল রায় ঘনিষ্ঠদের সূত্রে যে খবর মিলছে তাতে স্বাভাবিক ভাবেই সেই জল্পনায় ঘি ঢালার মতোই।

এমনকি ভোটের আগে দলত্যাগীদের নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া মনোভাব নিলেও মুকুল রায় সম্পর্কে তাকে তেমন কোন কথা বলতে দেখা যায়নি। বরং তিনি নন্দীগ্রামের একটি সভায় শুভেন্দু অধিকারীর সাথে মুকুল রায়ের তুলনা করতে গিয়ে জানিয়েছিলেন, মুকুল রায় শুভেন্দু অধিকারীর মত নয়।

এরপর তৃতীয়বার বিপুল ভোটের রাজ্যের ক্ষমতা দখলের পর মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের নিয়ে কড়া মনোভাবের পরিবর্তন ঘটান। দলত্যাগীরা দলে ফিরতে চাইলে ফিরতে পারেন। এ প্রসঙ্গে তার মন্তব্য ছিল, ‘দলত্যাগীরা ফিরতে চাইলে ওয়েলকাম, অসুবিধা কী আছে?’

Advertisements