Jio 5G: আর কত দিন বিনামূল্যে মিলবে আনলিমিটেড 5G! ব্যাপক জল্পনার মাঝেই বড় আপডেট দিল Jio

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রথম টেলিকম সংস্থা হিসাবে মুকেশ আম্বানির জিও (Jio) ভারতে প্রথম 4G পরিষেবা লঞ্চ করার পাশাপাশি লঞ্চ করেছে 4G পরিষেবা। 4G পরিষেবা লঞ্চ করার সময় তাদের যেভাবে বিনামূল্যে পরিষেবা দিতে দেখা গিয়েছিল ঠিক একইভাবে 5G পরিষেবা লঞ্চ করার পরেও বিনামূল্যে 5G পরিষেবার দিতে দেখা যাচ্ছে। তবে এই 5G পরিষেবা কতদিন বিনামূল্যে পাওয়া যাবে তা নিয়ে শুরু হয়েছে চরম-জল্পনা।

বিনামূল্যে 5G পরিষেবা দেওয়ার ফলে 5G হ্যান্ডসেট রয়েছে এই ধরনের গ্রাহকরা এখন ২৩৯ টাকার উপরে রিচার্জ করেই ইন্টারনেট পরিষেবার ব্যাপক মজা নিচ্ছেন। তবে তাদের মধ্যে এখন সংশয় তৈরি হয়েছে কতদিন এই পরিষেবা বিনামূল্যে পাবেন তা নিয়ে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত হয়তো বিনামূল্যে এমন পরিষেবা দেবে সংস্থা। তারপর থেকেই জিও 5G পরিষেবার জন্য আলাদা করে খরচ নিতে শুরু করবে।

তবে বিভিন্ন সূত্রে এমনটা জানা গেলেও আবার এক গ্রাহক যা দাবি করেছেন তাতে রীতিমতো পোয়াবারো হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের কাছে। সম্প্রতি রাহুল যাদব নামে ওই জিও ব্যবহারকারী একটি স্ক্রিনশট তুলে ধরেছেন এবং সেই স্ক্রিনশট থেকে যা উঠে আসছে তা শুনলে খুশিতে আত্মহারা হয়ে উঠবেন জিও 5G গ্রাহকরা। ঠিক কি স্ক্রিনশট ওই জিও ব্যবহারকারী তুলে ধরেছেন চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন ? Jio International Plans: বিদেশ ঘুরতে গিয়েও চিন্তার দিন শেষ, নতুন বছরের শুরুতেই নয়া ধামাকা জিওর!

রাহুল যাদব নামে ওই জিও ব্যবহারকারী সম্প্রতি ২৯৯৯ টাকার একটি রিচার্জ করেছেন। তিনি এই রিচার্জ করার পর নিজের MyJio অ্যাপে দেখতে পেয়েছেন, তাকে আনলিমিটেড 5G অফার দেওয়া হয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত। এক্ষেত্রে স্পষ্ট, যদি কোন গ্রাহক এখন এক বছরের কোন রিচার্জ করে নেন তাহলে তিনি আনলিমিটেড 5G অফার রিচার্জ প্ল্যানের সঙ্গেই এক বছরের জন্য পেয়ে যাবেন।

জিওর তরফ থেকে আগেও এই ধরনের অফার গ্রাহকদের দেওয়া হয়েছে। দেখা গিয়েছে যখন কোন প্ল্যানের দাম বাড়ানো হয়েছে সংস্থার তরফ থেকে তখন আগাম কেউ রিচার্জ করলে তিনি আগের দামেই মোবাইল পরিষেবা পেয়েছেন। ঠিক একই ঘটনা ঘটছে আনলিমিটেড 5G পরিষেবার ক্ষেত্রেও বলেই মনে করা হচ্ছে। তবে এটাও মনে রাখতে হবে, সংস্থার তরফ থেকে যেহেতু এই সংক্রান্ত কোনো ঘোষণা এখনো করেনি তাই যেকোনো সময় তারা বিনামূল্যের আনলিমিটেড 5G পরিষেবা তুলে নিতেও পারে।