Kolkata Digha Helicopter Service: বাস-ট্রেন তো আছেই, এবার দীঘা যেতে হেলিকপ্টার পরিষেবা চালু নিয়ে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

পূর্ব মেদিনীপুর: রাজ্যে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল পূর্ব মেদিনীপুরের দীঘা। দীঘা যাওয়ার জন্য অধিকাংশ পর্যটকরা ট্রেন অথবা বাসের উপর নির্ভর করে। এইসব ব্যবস্থা তো রয়েছেই, আর এবার হেলিকপ্টার পরিষেবা চালু হওয়া নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কলকাতা থেকে দীঘা হেলিকপ্টার পরিষেবা (Kolkata Digha Helicopter Service) চালু নিয়ে এখন জল্পনা শুরু হল।

Advertisements

কলকাতা থেকে দিঘা হেলিকপ্টার পরিষেবা চালুর এমন জল্পনা শুরু হয়েছে মূলত সাধারণ মানুষদের দাবির পরিপ্রেক্ষিতে। সাধারণ মানুষেরা এমন দাবি অবশ্য এমনি এমনি করছেন না, কেননা কলকাতা থেকে দীঘা হেলিকপ্টার পরিষেবা নতুন কিছু নয়। এর আগেও কলকাতা থেকে দীঘা হেলিকপ্টার পরিষেবা চালু ছিল। যদিও তা পরবর্তীতে বন্ধ হয়ে যায় এবং এখনো বন্ধ অবস্থায় রয়েছে। দাবি তোলা হচ্ছে যাতে করে ওই পরিষেবা পুনরায় চালু করা হয়।

Advertisements

২০১৬ সালে কলকাতা থেকে দীঘা যাওয়া এবং দীঘা থেকে কলকাতা ফিরে আসার জন্য হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল। তবে পরবর্তীতে সেই পরিষেবা বন্ধ হয়ে যায় কোভিড অতিমারির সময়। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর আর সেই পরিষেবা চালু হয়নি। কোভিড কাল কেটে যাওয়া প্রায় চার বছর পার করতে চলল, কিন্তু এখনো পর্যন্ত এই পরিষেবা চালু না হওয়ার পরিপ্রেক্ষিতেই একটা নতুন করে চালু করার দাবি তোলা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন : Ilish Price: দুটি ইলিশ বেচেই বড়লোক, দীঘার বাজারে দাম উঠল প্রায় ১৫ হাজার টাকা

২০১৬ সালে বেহালার ফ্লাইং ক্লাব কলকাতা থেকে দীঘা ও দীঘা থেকে কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালু করেছিল। যে পরিষেবার উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষেবা চালু হওয়ার পর শনিবার ও রবিবার সপ্তাহে দুদিন হেলিকপ্টার যাতায়াত করত। হেলিকপ্টারের চড়ে দিঘা অথবা দীঘা থেকে কলকাতা যাতায়াতের ক্ষেত্রে যাত্রী কিছু ভাড়া পড়তো ২০০০ টাকা। কোন ভাড়ায় মাত্র কয়েক মিনিটের মধ্যে কলকাতা থেকে দীঘা অথবা দীঘা থেকে কলকাতা পৌঁছানোর সুবিধার কারণে এই পরিষেবা দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল।

তবে এমন পরিষেবা চালুর দাবি উঠলেও প্রশাসনিকভাবে এখনো এই পরিষেবা চালু নিয়ে কোন খবর নেই বলে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন নির্দেশ দেবে সেই হিসাবে কাজ হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, আগে এমন পরিষেবা চালু ছিল। এখন নতুন করে পরিষেবা চালু করার বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছে। সেক্ষেত্রে পুনরায় হেলিকপ্টার পরিষেবা চালু হলেও হতে পারে।

Advertisements