বিশ্বকাপ ফাইনালে জ্বলে উঠলেন না শামি! সোশ্যালে পোস্ট হাসিনের! বাড়ছে জল্পনা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এবারের ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সবচেয়ে চর্চায় যে ক্রিকেট তারকাকে আসতে দেখা গিয়েছিল তিনি হলেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রথম চার ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকার পর দলের সুযোগ পেতেই যেভাবে জ্বলে উঠতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার এই পেশারকে, তা সত্যিই মনে রাখার মত। তবে তাকে এবারের বিশ্বকাপের ফাইনালে সেই ভাবে জ্বলে উঠতে দেখা গেল না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হল ইন্ডিয়ার। এরপরই হাসিন জাহানের (Hasin Jahan) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে বাড়ছে জল্পনা।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়া ৬ উইকেটে পরাজিত হয়। এই ম্যাচে মহম্মদ শামি মাত্র এক উইকেট সংগ্রহ করতে সক্ষম হন। ফাইনালে পরাজিত হওয়ার পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙ্গে চুরমার হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন হাসিন জাহান। যে পোস্টে সরাসরি মহম্মদ শামির নাম অথবা কোনরকম উল্লেখ না থাকলেও অনেকেই মনে করছেন ইঙ্গিত কিন্তু শামিকেই।

টিম ইন্ডিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হওয়ার পর ইনস্টাগ্রামে হাসিন জাহান একটি ভিডিও পোস্ট করেছেন। যে পোস্টে তিনি নিজে মুখে কিছু না বলেননি। তবে যে ভিডিও পোস্ট করেছেন তার সঙ্গে তিনি জুড়েছেন শাহরুখ খানের একটি সিনেমার কিছু সংলাপ। যে সংলাপটি খুব জনপ্রিয় একটি সংলাপ। এই সংলাপের মধ্যে মানুষের জীবনের উত্থান পতন এবং জয় পরাজয়ের উল্লেখ রয়েছে।

শাহরুখ খানের যে সিনেমার সংলাপটি ওই ভিডিওর সঙ্গে হাসিন জাহান জুড়েছেন সেটিকে বাংলায় বললে বলা যায়, “জীবনে যতই দুঃখ আসুক, যতই সুখ আসুক, যতই উত্থান আসুক, যতই পতন আসুক, শেষ পর্যন্ত ভাল লোকেরাই জয়লাভ করে।” হাসিন জাহানের এমন পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুরু হয়েছে নানান জল্পনা। এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন মুখে না বললেও এটি কিন্তু শামিকে ইঙ্গিত করেই।

এবারের ক্রিকেট বিশ্বকাপে শামির অনবদ্য পারফরম্যান্স দেখে যেমন গোটা বিশ্ব তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, ঠিক সেই রকমই তার বিরুদ্ধে নানান অভিযোগ আনার স্ত্রী হাসিম জাহানের মধ্যেও যেন বরফ গলতে দেখা গিয়েছিল। বিশ্বকাপ চলাকালীনই তাকে একটি পোস্টে বলতে দেখা গিয়েছিল, ‘ভালো ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভালো স্বামী এবং বাবা হলে সমাজে অনেক সম্মান পেতাম।’