Sovereign Gold Bond Scheme: সোনা কিনে হাজার হাজার টাকা লাভের দিন শেষ! জনপ্রিয় প্রকল্প বড় সিদ্ধান্ত সরকারের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোনা (Gold) হলো এমন এক ধাতু যার উপর প্রত্যেক মানুষেরই একটু বেশি লোভ রয়েছে। এই যেমন অনেকেই রয়েছেন যারা সোনার গয়না পেলে যেন আর কিছু চান না। এমনকি সোনার গয়না সহ সোনার বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য অনেকেই রীতিমতো বাইনা ধরেন। তবে সোনার গয়না নয়, সোনাতে বিনিয়োগ করে হাজার হাজার টাকা রোজগারের সুযোগও রয়েছে। যদিও সেই সুযোগ এবার শেষ হতে চলেছে বলেই জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে।

Advertisements

সোনাতে বিনিয়োগ করে হাজার হাজার টাকা লাভের সবচেয়ে বড় একটি প্রকল্প হল কেন্দ্র সরকারের Sovereign Gold Bond Scheme। এই স্কিমটি সম্পর্কে অবশ্য অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন তারা এই স্কিমের মাহাত্ম্য বোঝেন। কত সহজে এই স্কিমে সামান্য কিছু বিনিয়োগ করে হাজার হাজার টাকা লাভের সুযোগ রয়েছে তাও তাদের জানা।

Advertisements

Sovereign Gold Bond Scheme মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে গ্রাহকদের বিনিয়োগের সুযোগ দিয়ে থাকে। এই স্কিমটি দেশের নাগরিক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যমে সোনা কেনার সুযোগ দিয়ে থাকে এবং তা থেকে পরবর্তীতে বিপুল অংকের টাকা লাভের সুযোগ দিয়ে থাকে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় ন্যূনতম এক গ্রাম সোনা বিনিয়োগ করা যায়। এছাড়াও আট বছরের জন্য বিনিয়োগ করা গেলেও পাঁচ বছর পর টাকা তোলার সুযোগ রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Schemes for Unemployed Youth: কেন্দ্রের ৩টি স্কিম, বেকার যুবক যুবতীদের রোজগারের দিশা দেখাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট

Sovereign Gold Bond Scheme প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে একদিকে যেমন সোনার দাম বৃদ্ধি পেলে বিনিয়োগকারীদের লাভ হয় ঠিক সেই রকমই আবার বছরে এই প্রকল্পের বিনিয়োগের ক্ষেত্রে ২.৫% সুদ দেওয়া হয়ে থাকে। ফলে একটি প্রকল্পের বিনিয়োগ করে বিভিন্ন দিক থেকে লাভের সুযোগ রয়েছে। কিন্তু জল্পনা তৈরি হয়েছে এই প্রকল্প নাকি এবার কেন্দ্র সরকার চিরতরে বন্ধ করে দিতে পারে।

Sovereign Gold Bond Scheme প্রকল্প বন্ধ করে দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, সরকারের তরফ থেকে ধীরে ধীরে এই প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হতে পারে অথবা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হতে পারে। এর পিছনে ওই রিপোর্টে যা দাবি করা হচ্ছে তা হল, গোল্ড বন্ড তৈরি করার ক্ষেত্রে সরকারের যে খরচ হচ্ছে সেই তুলনায় লাভের অংক নেই। যে কারণেই এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

Advertisements