JioCinema Premium: টাকা-পয়সা ছাড়া JioCinema-য় IPL দেখার দিন শেষ! শুরু জল্পনা! নয়া সিদ্ধান্ত Jio-র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জমজমাট ক্রিকেট লিগ আইপিএল (IPL) জিও সিনেমার (JioCinema) দৌলতে সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ পান ক্রিকেটপ্রেমীরা। তবে টাকা পয়সা ছাড়া এই স্বাচ্ছন্দ্য আর কতদিন থাকবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জল্পনা শুরু হয়েছে মূলত জিওর (Jio) তরফ থেকে নতুন এক সিদ্ধান্তের ফলে।

Advertisements

মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও কেবলমাত্র দেশের মানুষদের টেলিকম পরিষেবা দিচ্ছে তা নয়, এর পাশাপাশি তাদের তরফে বিনোদন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিষেবা উপহার হিসেবে দেওয়া হচ্ছে। সেসবের মধ্যেই পরে জিও সিনেমা অ্যাপ। যেখানে বিভিন্ন ধরনের খেলা ছাড়াও সিরিয়াল, সিনেমাও দেখতে পাওয়া যায়। আবার এর জন্য এক টাকাও খরচ করতে হয় না গ্রাহকদের।

Advertisements

কিন্তু আগামী ২৫ এপ্রিল থেকে জিও তাদের জিও সিনেমার জন্য চালু করতে চলেছে প্রিমিয়াম প্ল্যান (JioCinema Premium)। এই প্রিমিয়াম প্ল্যান চালু হয়ে যাওয়ার পর গ্রাহকদের জিও সিনেমা দেখার জন্য টাকা খরচ করতে হবে। সেই সকল গ্রাহকদের টাকা খরচ করতে হবে যারা প্রিমিয়াম প্ল্যান নেবেন অর্থাৎ বিজ্ঞাপন ছাড়া জিও সিনেমা দেখার আনন্দ উপভোগ করতে চান। আর এই ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে আদৌ আইপিএল আর বিনামূল্যে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে। কেননা অনেকেই মনে করছেন, এবার হয়তো আইপিএল দেখার জন্য টাকা খরচ করতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Airtel New Recharge Plan: রাতের ঘুম উড়ল জিওর! মাত্র ৩৯ টাকায় এয়ারটেল আনলো আনলিমিটেড প্ল্যান

যদিও আইপিএল দেখার জন্য টাকা খরচ করতে হবে কিনা তা সম্পর্কে এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আর স্পষ্ট করে জানানো না হওয়ার কারণেই মনে করা হচ্ছে এই মরশুমের আইপিএল দেখার ক্ষেত্রে হয়তো টাকা পয়সা খরচ করতে হবে না ক্রিকেটপ্রেমীদের। তবে আগামী দিনে আইপিএলের মত গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান নিলেও নিতে হতে পারে।

অন্যদিকে জিওর তরফ থেকে JioCinema Premium প্ল্যানের জন্য যে খরচ রাখা হয়েছে তা অবশ্য খুবই সামান্য। এর জন্য দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। একটির দাম মাসে ৫৯ টাকা, যেটি এখন পাওয়া যাবে মাত্র ২৯ টাকায়। এই প্ল্যানটি ব্যবহার করলে গ্রাহকরা বিজ্ঞাপন ছাড়াই জিও সিনেমা দেখতে পারবেন একটি ডিভাইসে। আর দ্বিতীয় যে প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেটি হল ১৪৯ টাকার, যেটি এখন পাওয়া যাচ্ছে ৮৯ টাকায়। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা বিজ্ঞাপন ছাড়াই চারটি ডিভাইসে জিও সিনেমা দেখতে পাবেন।

Advertisements