Darjeeling Offbeat tourist Place: এবার দিওয়ালিতে ঠিকানা হোক দার্জিলিংয়ের এই অফবিট জায়গা, একবার গেলে মন ভরে যাবে

Spend Diwali holidays at these offbeat tourist places in Darjeeling: দিওয়ালিতে বন্ধু–বান্ধব কিংবা পরিবারের সাথে সময় কাটাতে অনেকেই বেছে নেন দার্জিলিং এর মত সুন্দর একটি শৈল শহরকে। তবে যাদের কাছে দার্জিলিং অনেকবার ঘোরা হয়ে গেছে তারা কিন্তু আশেপাশের কিছু অফবিট জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আশা করি মন্দ লাগবে না এমনকি ভূস্বর্গে ঘুরতে যাওয়ার ফিলিংস পাবেন। চেনা অচেনা এই অফবিট (Darjeeling Offbeat tourist Place) জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে সকল পর্যটককে। আজকের প্রতিবেদনে তেমন একটি জায়গার কথা বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

অফবিট  (Darjeeling Offbeat tourist Place) জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আপনার এত ভালো লাগবে যে একবার ঘুরে কখনোই মন ভরবে না। মনে হবে বারবার ছুটে যাই প্রকৃতির কোলের সেই ছোট্ট এলাকাতে। তাহলে দেরি না করে চলুন জেনে নিই বিস্তারিত। জায়গা দুটোর একটি হলো সামেনদেন এবং অপরটি হলো গোরখে। দার্জিলিং পাহাড়ের এমন সুন্দর এলাকা আপনি বোধহয় এর আগে কখনো দেখেননি। সন্দাকফু যাবার পথে আপনি দেখতে পাবেন এই দুটি এলাকা।

আপনার কাছে গ্রাম দুটি যেনো স্বপ্নের গ্রামের মতই হবে। গ্রাম দুটি ঠিক ফালুটের নিচে অবস্থান করছে। যদি আপনি এই জায়গাগুলোতে যান গাড়ির থেকে ট্রেকিং এর মাধ্যমে যাওয়া ভালো। একমাত্র ট্রেক করে গেলেই এর সৌন্দর্য আপনি বুঝতে পারবেন। কাশ্মীরের মত এই জায়গাগুলি হলো দার্জিলিং এর ভূস্বর্গ। গোরখে আর সামানদেন জায়গা দুটি ট্রেকিং অ্যাডভেঞ্চার প্রেমীদের খুবই ভালো লাগবে।

পাইন গাছের সারি দিয়ে ঘেরা এবং মাঝে বয়ে গেছে কোনো সাপের মত আঁকাবাঁকা পথ। একেবারে রং তুলি দিয়ে আঁকা ছবির মত গ্রাম, এছাড়া চোখে পড়বে নাশপাতির গাছ। এলাকাটি এতটাই নিস্তব্ধ এবং নিঃসঙ্গ যে আপনি সহজেই একে সাইলেন্ট ভ্যালি বলতে পারেন। আর পাহাড়ের মাঝে মাঝে দেখতে পাওয়া যায় রংবেরঙের ছোট্ট ছোট্ট ঘর।

গাড়ি ঘোড়া খুব একটা চলে না বলে পর্যটকদের ভিড় সেরকম একটা নেই। তবে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। আপনি যদি পরিবার ছাড়া একা কোথাও সময় কাটাতে চান তাহলে এই জায়গা দুটির জুড়ি মেলা ভার। তবে সাথে অবশ্যই গাইড নিয়ে যাবেন। আগে থেকে হোমস্টে বুক করে আসবেন তারাই আপনাকে গাইড, ট্রেকিং সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। আপনি এবার দিওয়ালির ছুটি পাহাড়ে কাটাতে চাইলে শুরু করে দিন ব্যাগ গোছানো।