দুবরাজপুরে ১০ লক্ষ টাকা ব্যয়ে চালু হলো টয় ট্রেন

লাল্টু : ১০ লক্ষ টাকা ব্যয়ে দুবরাজপুরে নতুন করে চালু হলো টয় ট্রেন। এবার থেকে এই টয় ট্রেনে চড়ে আনন্দ উপভোগ করতে পারবেন দুবরাজপুর শহরের বাসিন্দারা, পাহাড়েশ্বরের পার্কে আগত পর্যটকরা। শনিবার এই টয় ট্রেনের উদ্বোধন হলেও পরিষেবা পাওয়া যাবে আগামী রবিবার থেকে বলে জানা যায় প্রশাসনিক সূত্রে।

টয় ট্রেনের উদ্বোধন করে সিউড়ি সদর মহকুমা শাসক রাজীব মন্ডল জানান, “নতুন করে এই টয় ট্রেন চালু করতে খরচ হয়েছে ১০ লক্ষ টাকা। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে এই টয় ট্রেনে চাপার আনন্দ উপভোগ করতে পারবে শিশুরা। মূলত বাচ্চাদের জন্য এই টয় ট্রেন, তবে তাতে বাচ্চাদের অভিভাবকরাও চড়তে পারবেন। এই পার্কের সৌন্দর্যায়নের জন্য এর আগেও আমরা অনেক কাজ করেছি। আগামী দিনেও আমরা আরও সাজিয়ে তোলার চেষ্টা করব।”

প্রশাসনিকভাবে জানা গিয়েছে, এই টয় ট্রেন পরিষেবা চালু থাকবে সপ্তাহে প্রতিদিন বিকালের দিকে। তবে ছুটির দিন অথবা অন্য কোন অনুষ্ঠানের দিনগুলিতে সারাদিন খোলা রাখার চিন্তাভাবনা চলছে। পার্কে প্রবেশের জন্য যেমন একটি নির্দিষ্ট মূল্য দিতে হয়, তেমনই টয় ট্রেনে চড়ার জন্য আলাদা করে মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, এর আগেও পাহাড়েশ্বরের এই পার্কে একটি টয় ট্রেন ছিল। কিন্তু রক্ষনাবেক্ষনের অভাবে সেই টয় ট্রেনটি নষ্ট হয়ে যায়। এরপর বিগত কয়েক বছর ধরে এই পার্কের সৌন্দর্যায়নের জন্য তৎপর হয় জেলা প্রশাসন। সেইমতো লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে সাজিয়ে তোলা হয় পার্কটিকে। আর পার্কটিকে সাজানোর পাশাপাশি দুবরাজপুর শহরের বাসিন্দাদের ও বাইরে থেকে আসা পর্যটকদের জন্য নতুন উপহার এই টয়ট্রেন।