নিজস্ব প্রতিবেদন : সিউড়ি বাসস্ট্যান্ড (Suri Busstand) থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে একটি বেসরকারি বাস। হঠাৎ লক্ষ্য করা গেল কোথায় থেকে এক স্পাইডারম্যান (Spiderman) ছুটে এসে সেই বাসের পেছনে ধরার চেষ্টা করছে। প্রথমবার চাপার চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বারে কিন্তু সে চাপতে সমর্থ হয়। আর এর পরেই বাসের পিছনে ঝুলতে ঝুলতে শুরু হয় কেরামতি। সেই কেরামতি দেখে হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের।
প্রথম দিকে হঠাৎ এমন স্পাইডারম্যান দেখে স্থানীয়রা হতচকিত হয়ে পড়লেও পরে ভালভাবেই বুঝতে পারেন কেউ স্পাইডারম্যানের পোশাক পরে এই ভাবে মজা করছেন। এলাকায় উপস্থিত ব্যক্তিরা এই ঘটনায় বেশ মনোরঞ্জিত। মনোরঞ্জিত না হওয়ার কারণ কিছু নেই, কারণ যেভাবে ওই ছদ্মবেশী ওই স্পাইডারম্যান নিজের কেরামতি দেখিয়েছেন তাতে হাসিতো পাবেই।
কে এই স্পাইডারম্যান? স্পাইডারম্যানের পোশাকের আড়ালে কে রয়েছেন তা অবশ্য কেউ জানেন না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ কোথায় থেকে এমন স্পাইডারম্যানের পোশাক পড়ে হাজির হতে দেখা গেল ওই মানুষটিকে। তারপর সে নিজের কীর্তিকলাপ শুরু করেন। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই গেলাম।
তবে এমন ওই ছদ্মবেশী স্পাইডারম্যানের কীর্তি সিউড়িতে প্রথম নয়। এর আগেও এমনই কীর্তি দেখা গিয়েছিল দুর্গাপুরের বেনাচিতি বাসস্ট্যান্ডে। সেখানেও ওই ছদ্মবেশী স্পাইডারম্যানকে কখনো বাসের ছাদে, কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিয়ে নিজের কীর্তি দেখাতে দেখা গিয়েছিল।
এখানেই শেষ না, ছদ্মবেশী এই স্পাইডারম্যানকে কখনো শান্তিনিকেতনের খোয়াই কখনো আবার বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গিয়েছে। সেই সকল জায়গাতে সে এমন এমন কীর্তি দেখিয়েছে যা দেখে স্থানীয়রা হেসে গড়াগড়ি দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবে এই ছদ্মবেশী স্পাইডারম্যান যেই হোন না কেন তিনি মূলত ‘প্রাঙ্ক’-এর জন্যই এমনটা করছেন বলে মনে করছেন স্থানীয়রা।