Optical Illusion: ভাল্লুকদের ভিড়ে রয়েছে একটি মানুষ! খুঁজে বের করতে হবে ৫ সেকেন্ডের মধ্যে

Prosun Kanti Das

Published on:

Spot the man in the crowd of bears from this optical illusion: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল এমন একটি ঘটনা যেখানে আমাদের চোখ, মস্তিষ্ক বা আমাদের চারপাশের পরিবেশের কারণে আমরা এমন কিছু দেখি যা আসলে নেই। অপটিক্যাল ইলিউশনগুলি প্রায়শই বিনোদনমূলক হয়, তবে সেগুলি বিজ্ঞান এবং শিল্পেও গুরুত্বপূর্ণ। সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অসংখ্য ভাল্লুকের মাঝে আপনাকে খুঁজে নিতে হবে একটি মানুষকে। ধাঁধাটি সব থেকে কম সময়ের মধ্যে আপনাকে সমাধান করতে হবে।

বর্তমানে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধাগুলো সত্যিই খুব জনপ্রিয়। ধাঁধাগুলোর সমাধান করার জন্য আপনার একান্ত মনোযোগ দিয়ে সেটিকে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু সবার পর্যবেক্ষণ ক্ষমতা আবার সমান হয় না। সেই কারণে অনেকেই সহজ ভাবে এগুলোর সমাধান করতে পারেন আবার অনেকের সমাধান করতে লেগে যায় দীর্ঘ সময়।

প্রতিবেদনটিতে যে আঁকা ছবিটি দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে অনেকগুলো ভাল্লুককে। কিছু ভাল্লুক গাছে উঠে আছে আবার কিছু ভাল্লুক মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এর মাঝে আপনাকে খুঁজে নিতে হবে একটি মানুষকে তাও আবার কম সময়ের মধ্যে। প্রখর দৃষ্টিশক্তি এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি খুঁজে বার করুন সেই মানুষটিকে। এটি (Optical Illusion) একটি মস্তিষ্কের ব্যায়াম যা আপনার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে।

প্রতিবেদনে যে ছবিটি দেওয়া আছে তার সমাধান করা কিন্তু মুখের কথা নয়। মনোযোগ সহকারে ছবিটি আপনাকে দেখতে হবে এবং চোখ ভালো থাকলেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি এর সমাধান করতে পারবেন। কিন্তু পাঁচ সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। আপনার সময় শুরু হয়ে গেছে তাই মন দিয়ে দেখতে থাকুন ছবিটিকে।

Optical Illusions

সময় শেষ হয়ে গেছে যারা এই ধাঁধাটির সমাধান করতে পেরেছেন তারা সত্যিই জিনিয়াস। যারা সময়ের মধ্যে এর উত্তর দিতে পারেননি তারা হতাশ হবেন না বারবার অনুশীলন করলে সহজেই এর সমাধান করা যাবে। ভাল্লুকদের মাঝে যে মানুষটি লুকিয়ে আছে সে কিন্তু ভাল্লুকের পোশাক পরে রয়েছে। এক্কেবারে ডানদিকের গাছের উপরের দিকে তাকান। ভাল্লুকের বেশে মানুষের পোশাকে দেখা যাচ্ছে চেনের দাগ। অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধাগুলো এমনই মজাদার। দেখতে সহজ মনে হলেও আসলে তা এতটা সহজ নয়। চোখ এবং মস্তিষ্ক উভয়েরই প্রক্ষরতা প্রয়োজন।