Srabanti Chaterjee in a new outfit on Ganesh Chaturthi: ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী। সুদূর মুম্বই থেকে শুরু করে কলকাতাতেও প্রত্যেকটা ঘরে ভক্তিভরে পালিত হয়েছে গণেশ চতুর্থী। শুধু সাধারণ মানুষই নয় সেলিব্রেটিরাও করেছেন গণেশ বন্দনা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও (Srabanti Chaterjee) বা পিছিয়ে থাকবেন কেন? বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রীও এই দিনটি বিশেষভাবে উদযাপন করেন। পুজোর দিনে তার পরনে ছিল উজ্জ্বল কমলা বর্ণের শাড়ি, কপালে ছোট্ট টিপ আর গলায় জুঁই ফুলের মালা। বাঙালিয়ানা সাজে তিনি নজর কেড়েছেন সবার।
বাঙালি এই অভিনেত্রী কখনও বা শাড়ির আঁচল উড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন, কখনও বা ছোট্ট গনেশ হাতে নিয়ে হাসি মুখে ফটো তুলেছেন। সোশ্যাল মিডিয়াতে কয়েক সেকেন্ডের এই পোস্টটি শেয়ার করে শ্রাবন্তী সকল ভক্তদের জানান গণেশ চতুর্থীর শুভেচ্ছা। সেই সাথে কামনা করেছেন যে, এই শুভ উৎসব যেন সকলের জীবনকে আনন্দে ভরিয়ে দেয়। ভিডিয়ো পোস্টের কমেন্ট বক্সে শ্রাবন্তীকেও (Srabanti Chaterjee) নেটিজেনরা গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রাবন্তী (Srabanti Chaterjee) এই দিনটিতে একটি কমলা রঙের শাড়ি পরেছিলেন। শাড়িটিতে ছিল সোনালি বুটি। তার গলায় ছিল একটি জুঁইয়ের মালা। তিনি হাতে চুড়ি এবং কানে দুল পরেছিলেন। এই দিনে তার সাজ সত্যিই ছিল আকর্ষণীয়। ভাইরাল হওয়া ভিডিও দেখে লাভ ইমোজিতে শ্রাবন্তীর পোস্টের কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন নেট নাগরকিরা।
অভিনেত্রীর (Srabanti Chaterjee) ব্যক্তিগত জীবন মোটেই সুখকর নয়। তিনবার বিয়ে ভেঙে গেছে তার এবং সেই কারণে তাকে যথেষ্ট কটাক্ষের শিকার হতে হয় সোশ্যাল মিডিয়াতে। যদিও সেই সব বিতর্ককে মোটেই পাত্তা দেন না অভিনেত্রী। এই প্রসঙ্গে অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন নাম থাকলে তা বদনামও হবে। সোশ্যাল মিডিয়া পেজে প্রায়ই নানারকম ছবি শেয়ার করেন তিনি। কখনো ওয়েস্টার্ন পরে বোল্ড লুকে আবার কখনো দেশি লুকে ছক্কা হাঁকান অভিনেত্রী।
বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তার আসন্ন ছবি “দেবী চৌধুরানী” নিয়ে। সিনেমার জার্নি তার মোটেই সহজ ছিল না। এমনকি তাকে শিখতে হয়েছে ঘোড়সওয়ার। সিনেমার প্রয়োজনে অনেক সময় অনেক অসাধ্য সাধন করতে হয় তারকাদের। বর্তমানে ঘোড়া হল তার বেস্ট ফ্রেন্ড। বাঙালি অভিনেত্রী শ্রাবন্তী সিনেমার জন্যই ঝরিয়ে ফেলেছেন তার দশ কেজি ওজন।