বেজি কার, ছবি তুললো কে, ফেঁসে গিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের অধিকাংশ সময় টলি তারকারা যারা চর্চায় থাকেন তাদের মধ্যে প্রথম যার নাম তিনি হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত থেকে রাজনীতি, সিনেমা ইত্যাদির কারণে তাকে চর্চায় থাকতে দেখা যায়। এই সকল ধারাবাহিকতা বজায় রেখে এবারও তিনি চর্চায় রয়েছেন, তবে শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি তুলে।

Advertisements

শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি তুলে অভিনেত্রী শ্রাবন্তি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেই ছবির পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা হয়। এর পরেই তাকে বনদপ্তরের নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ মোতাবেক পরপর দুদিন বনদপ্তরে হাজিরা দিতে হয় অভিনেত্রীকে। মঙ্গলবারও শ্রাবন্তী সহ পাঁচ জনকে হাজির থাকতে হয় সল্টলেকের বনদপ্তরের অফিসে হাজিরা দিতে হয়। টানা চার ঘন্টা করে জিজ্ঞাসাবাদ চলে।

Advertisements

সূত্রের খবর, বনদপ্তরের আধিকারিকরা অভিনেত্রীর কাছে জানতে চান, এই বন্যপ্রাণীটি কার এবং কোথায় থেকে আনা হয়েছে? এসকল একাধিক জিজ্ঞাসাবাদের পর শ্রাবন্তী চ্যাটার্জী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন। রীতিমতো ফেঁসে গিয়ে তাকে বলতে শোনা যায়, যাঁর বেজি, তিনিও এসেছিলেন এ দিন বনদপ্তরের অফিসে হাজিরা দিতে। এর পাশাপাশি তদন্তে সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় শিকলে বাঁধা বেজির ছবি পোস্ট করা নিয়ে অভিনেত্রীর সাফাই, শুটিংয়ের সময় কেউ একজন বিবর্ণ প্রাণীটিকে নিয়ে এসেছিলেন। সেই সময় সেটিকে দেখে তার ভাল লেগেছিল বলেই আদর করেছিলেন এবং ছবি তুলেছিলেন। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

জানা গিয়েছে ওই ছবি তোলা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রমোশনের শুটিং করা কালীন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা ভাইরাল হল এই বিতর্কে জড়ান অভিনেত্রী। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এইভাবে কোন বন্যপ্রাণীকে শিকল বেঁধে রাখা যায় না। এরপর আবার শ্রাবন্তী চ্যাটার্জীর মতো জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করায় অন্যান্যরা অনেকে প্রভাবিত হবেন। এই আশঙ্কা থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এর পরেই তাকে সমন পাঠায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।

Advertisements